হোম > অর্থনীতি > করপোরেট

বিদেশ ভ্রমণের সময় সর্বোচ্চ মোবাইল খরচ ৩০ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

বিদেশ ভ্রমণের সময় আন্তর্জাতিক রোমিং সেবায় মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে একজন গ্রাহক বছরে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত খরচ করতে পারবেন। তবে প্রতিবার ভ্রমণের জন্য এই খরচের সীমা নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৬ হাজার টাকা।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি ও প্রবিধি বিভাগ আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে, যা অবিলম্বে কার্যকর হবে।

মূলত রোমিং সেবার আওতায় গ্রাহক কল দিতে এবং গ্রহণ করা বাবদ এই পরিশোধ করতে পারবেন। অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বাংলাদেশের মোবাইল অপারেটরগুলোর বিল গ্রহণ করে তার বিপরীতে শর্ত সাপেক্ষে বিল পরিশোধ করতে পারবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোবাইল অপারেটরদের টাকায় রোমিং বিল গ্রহণ এবং সেই সম্পর্কিত বহির্গামী রেমিট্যান্স পাঠাতে বিলের অর্থ পরিশোধের জন্য আন্তর্জাতিক কার্ড ব্যবহার করা জরুরি হয়ে পড়েছে। আর বাংলাদেশি ভ্রমণকারীদের রোমিং পরিষেবা সহজতর করার জন্য নতুন সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে। একাধিক মোবাইল নম্বর বা অপারেটর ব্যবহারের জন্য ওপরে উল্লিখিত সীমা অতিক্রম করা যাবে না।

ভ্রমণকারীর বৈধ ভিসা এবং টিকিট থাকতে হবে। আর ভ্রমণের এক সপ্তাহ আগে রোমিং পরিষেবা সক্রিয় করতে হবে। পাশাপাশি বিদেশে নেটওয়ার্ক অপারেটরদের অর্থ প্রদানের ক্ষেত্রে, অনুমোদিত ডিলাররা গ্রাহকের আবেদনপত্র, চুক্তির অনুলিপি, চালানের অনুলিপি, কর প্রদানের নথিপত্র, গ্রাহকের আয়ের তথ্য, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর, বিদেশে প্রদেয় অর্থসহ পৃথক বিবৃতি জমা রাখবে।

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ