এক বছর পূর্ণ করল ডি টোয়েন্টিফোর লজিস্টিকস। বহুজাতিক কোম্পানির সাপ্লাই চেইনের নানাবিধ কাজ করে প্রতিষ্ঠানটি। বর্ষপূর্তিতে ব্যবস্থাপনা পরিচালক মো. জিয়াউল করিম সহকর্মীদের সঙ্গে দিনটি উদযাপন করেন। এ সময় প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজেদের সাবেক কর্মীদের স্টার্টআপ ‘ডি টোয়েন্টিফোর লজিস্টিকস লিমিটেড’-এর সঙ্গে গত বছরের অক্টোবরে চুক্তি স্বাক্ষর করে গ্রামীণফোন।
প্রতিষ্ঠানের সবার মধ্যে উদ্যোক্তা মনোভাব বিকাশের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে নতুন এ উদ্যোগকে কার্যকরভাবে সার্বিক সহযোগিতা করেছে প্রতিষ্ঠানটি।
গত বছরের ১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সাপ্লাই চেইনের এ প্রতিষ্ঠান।