হোম > অর্থনীতি > করপোরেট

ক্যাশআউট খরচ কমাল বিকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্যাশ আউট খরচ কমিয়ে হাজারে ১৪ দশমিক ৯০ টাকা করলো বিকাশ। তবে মাসে ২৫ হাজার টাকা পর্যন্ত একটিমাত্র ‘প্রিয় এজেন্ট’ নম্বরে ক্যাশ আউটে এই হ্রাসকৃত খরচ প্রযোজ্য হবে। 

অর্থাৎ গ্রাহককে এই সুবিধা পেতে ক্যালেন্ডার মাস অনুযায়ী একজন বিকাশ এজেন্টকে ‘প্রিয় এজেন্ট’ হিসেবে যোগ করে নিতে হবে। এই ‘প্রিয় এজেন্ট’ ছাড়া অন্য এজেন্ট থেকে ক্যাশ আউটের ক্ষেত্রে আগের মতোই হাজারে ১৮ দশমিক ৫০ টাকা ক্যাশ আউট চার্জ প্রযোজ্য হবে। আবার মাসে ২৫ হাজার টাকার সীমা পেরিয়ে গেলে পরবর্তী লেনদেনেও হাজারে ১৮ দশমিক ৯০ টাকা প্রযোজ্য হবে।

আজ শুক্রবার মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিকাশের এই হ্রাসকৃত চার্জের মধ্যে ভ্যাটসহ সব খরচ অন্তর্ভুক্ত থাকবে। গ্রাহককে ক্যাশ আউটের জন্য এর বাইরে কোনো খরচ করতে হবে না।

বিকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯৫ শতাংশ গ্রাহকই মাসে ২৫ হাজার টাকার মধ্যে ক্যাশ আউট করে থাকেন। সেটি বিবেচনায় নিয়েই এক দশক পূর্তিতে গ্রাহকের জন্য ক্যাশ আউট চার্জ কমাল বিকাশ।

প্রিয় এজেন্ট নম্বর যুক্ত করবেন যেভাবে
‘প্রিয় এজেন্ট’ নম্বর সংযুক্ত করতে গ্রাহককে বিকাশ অ্যাপের হোমস্ক্রিনের ক্যাশ আউট আইকনে ক্লিক করে পরবর্তী ধাপগুলো অনুসরণ করতে হবে। এছাড়া *২৪৭# ডায়াল করে ‘মাই বিকাশ’ মেনু থেকে ‘প্রিয় নম্বর’ মেনু নির্বাচন করে ‘প্রিয় এজেন্ট’ নম্বর যুক্ত করা যাবে।

লিংকে ক্লিক করে ‘প্রিয় এজেন্ট’ নম্বর যুক্ত করার পদ্ধতির বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, দেশে মোবাইল ব্যাংকিং সেবায় ক্যাশ আউটে সবচেয়ে কম খরচ ডাক বিভাগের নগদ-এ। বিকাশসহ অন্য প্রতিষ্ঠানগুলোর খরচ নিয়ে অনেক ধরেই সমালোচনা চলছিল। অবশেষে বিকাশ শর্ত সাপেক্ষে খরচ কমাল।  প্রসঙ্গত মোবাইল ব্যাংকিং সেবায় অর্থ উত্তোলনে বেশি খরচের বিষয়টি বেশ আলোচিত। আগে শুধু ডাক বিভাগের সেবা নগদ থেকে টাকা উঠালে কম খরচে হতো। এখন সেই তালিকায় কৌশলে বিকাশও যুক্ত হলো।

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত