হোম > অর্থনীতি > করপোরেট

‘পদক্ষেপ’-এর গ্রাহকেরা সঞ্চয় ও ঋণের কিস্তি দিতে পারছেন নগদে

ব্যাংকিং সেবার বাইরে থাকা বিশাল জনগোষ্ঠীর সঞ্চয় এবং ক্ষুদ্রঋণের কিস্তি পরিশোধের প্রক্রিয়া আরও সহজ করতে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ লিমিটেডের সঙ্গে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পদক্ষেপের সদস্যরা এখন নগদের মাধ্যমে তাঁদের সঞ্চয় ও ঋণের কিস্তি পরিশোধ করতে পারছেন।

সম্প্রতি রাজধানীর বনানীতে নগদের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির ফলে এখন থেকে বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সদস্যরা নগদের মাধ্যমে তাঁদের সঞ্চয় ও ঋণের কিস্তি পরিশোধ করতে পারছেন।

নগদ অ্যাপ, ইউএসএসডি ও নগদ উদ্যোক্তা—এই মাধ্যমগুলোর যেকোনো মাধ্যম ব্যবহার করে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের গ্রাহকেরা নগদের এই সেবা নিতে পারছেন।

সারা দেশে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের যেকোনো শাখার গ্রাহকেরা এখন থেকে নগদের মাধ্যমে তাঁদের সঞ্চয় ও ঋণের মাসিক অথবা সাপ্তাহিক উভয় কিস্তিই পরিশোধ করতে পারছেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নগদের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান, পেমেন্ট বিভাগের প্রধান মোহাম্মদ মাহবুব সোবহান, এমএফআই অ্যান্ড গভ: সেলস অপারেশন বিভাগের প্রধান তানভীর চৌধুরী এবং কি-অ্যাকাউন্ট ম্যানেজার হাসনা মোহসীন।

এ ছাড়া পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সালেহ বিন শামস, পরিচালক (মাইক্রোফাইন্যান্স, প্রোগ্রাম অ্যান্ড এন্টারপ্রাইজ) মুহাম্মদ রিসালাত সিদ্দিক, উপপরিচালক আবুল কালাম আজাদ, সিনিয়র সহকারী পরিচালক শফিকুল ইসলাম এবং সিনিয়র ম্যানেজার মো. এমদাদুল হক।

১৪তম বর্ষে নভোএয়ার, টিকিটে বিশাল ছাড়

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন

২০২৫ সালে নগদের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড

জেসিআই ঢাকা হেরিটেজের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

কক্সবাজারে এমজিআইয়ের বার্ষিক সেলস কনফারেন্স

ষষ্ঠবারের মতো এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ডিবিএল গ্রুপ

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. নূর মোহাম্মদ

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ফুডি