হোম > অর্থনীতি > করপোরেট

সেরা অভ্যন্তরীণ এয়ারলাইনস ইউএস-বাংলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিয়মিত আকাশ ভ্রমণকারীদের জরিপে ‘বেস্ট ডোমেস্টিক এয়ারলাইনস ২০২২’-এর স্বীকৃতি পেয়েছে দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস।

অন্যদিকে দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইনস ‘অব দ্য ইয়ার ২০২২’ নির্বাচিত হয়েছে। কাতার এয়ারওয়েজ এবং এয়ার অ্যারাবিয়া যথাক্রমে সেরা কার্গো এয়ারলাইনস এবং সেরা বাজেট এয়ারলাইনসের পুরস্কার লাভ করেছে। 

প্রায় তিন মাস ধরে নিয়মিত ভ্রমণকারীদের মধ্যে পরিচালিত মতামত জরিপের ভিত্তিতে বাংলাদেশে চলাচলকারী এয়ারলাইনসগুলোকে পুরস্কৃত করা হয়। 

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ মনিটর আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী এয়ারলাইনসগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। 

ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ অ্যাভিয়েশন সেক্টরে অসামান্য অবদানের জন্য জুরিবোর্ডের বিশেষ বিবেচনায় ‘এয়ারলাইনস উদ্যোক্তা ২০২২’ সম্মাননা লাভ করেন। 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, অনলাইন ট্রাভেল এজেন্সি ট্রিপলাভারের হেড অব অপারেশনস নিশা তাসনীম, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এবং এয়ারলাইনস অব দ্য ইয়ার ২০২২ জুরিবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। 

বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী এয়ারলাইনসগুলোকে ১৩টি বিভিন্ন ক্যাটাগরিতে গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ ট্রফি দেওয়া হয়। এ বছর সর্বাধিকসংখ্যক ৫টি ক্যাটাগরিতে গোল্ড ট্রফি লাভ করেছে এমিরেটস, যার মধ্যে রয়েছে সেরা বিজনেস শ্রেণি, বিজনেস শ্রেণিতে সেরা খাবার, সেরা ইনফ্লাইট বিনোদনব্যবস্থা, সেরা দূরপাল্লার এয়ারলাইনস এবং সেরা এয়ারলাইনস। 

জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩টি ক্যাটাগরিতে প্রথমবারের মতো গোল্ড ট্রফি লাভ করেছে। এর মধ্যে রয়েছে সেরা ইকোনমি শ্রেণি, ইকোনমি শ্রেণিতে সেরা খাবার এবং সেরা আঞ্চলিক এয়ারলাইনস। 

সেরা কার্গো এয়ারলাইনস ছাড়াও কাতার এয়ারওয়েজ এ বছর ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ক্যাটাগরিতে গোল্ড ট্রফি অর্জন করেছে। সেরা বাজেট এয়ারলাইনসের স্বীকৃতি পেয়েছে এয়ার অ্যারাবিয়া এবং অনটাইম পারফরম্যান্সের জন্য অভ্যন্তরীণ বিভাগে নভোএয়ারকে গোল্ড ট্রফি দেওয়া হয়। 

এয়ারলাইনস অব দ্য ইয়ার মতামত জরিপে বিচারকের ভূমিকায় ছিলেন বিভিন্ন সেক্টর থেকে নির্বাচিত প্রতিনিধিরা। ৯ সদস্যবিশিষ্ট জুরিবোর্ড জরিপের ফলাফল পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই-বাছাইয়ের পর বিজয়ীদের নির্বাচন করে। 

দেশের শীর্ষস্থানীয় অ্যাভিয়েশন ও পর্যটনবিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর ২০০৭ সাল থেকে এয়ারলাইনস অব দ্য ইয়ার আয়োজন করে আসছে। দেশের শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সি ট্রিপলাভার এবং হসপিটালিটি পার্টনার হিসেবে ভূমিকা রাখে।

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

১৪তম বর্ষে নভোএয়ার, টিকিটে বিশাল ছাড়

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন