হোম > অর্থনীতি > করপোরেট

বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিল আরলা ফুডস বাংলাদেশ

বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইউরোপীয় বহুজাতিক দুগ্ধ সমবায় প্রতিষ্ঠান আরলা ফুডসের স্থানীয় সাবসিডিয়ারি আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড। বন্যায় ক্ষতিগ্রস্ত তিন লাখ মানুষের জন্য ডানো গুঁড়ো দুধ দান করেছে আরলা, যেন তারা এই দুঃসময়ে পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে পারে। 

সম্প্রতি প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে ত্রাণসামগ্রী তুলে দেন আরলা ফুডস বাংলাদেশের হেড অফ মার্কেটিং গালিব বিন মোহাম্মদ এবং হেড অফ করপোরেট অ্যাফেয়ার্স জালাল খালেদ। 

এই উদ্যোগটি সম্পর্কে আরলা ফুডস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর পিটার হলবার্গ বলেন, ‘গত কয়েক দিন ধরেই আমরা বন্যার ভয়াবহতা এবং ক্ষয়ক্ষতির ব্যাপারে জানতে পারছি। এর মধ্যে আমরা আরও জানতে পারলাম যে পানিবন্দী মানুষদের দরকারের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের শিশুদের জন্য দুধ। একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে আমরা এই মানুষদের পাশে দাঁড়াতে চেয়েছি। প্রধানমন্ত্রী কার্যালয়ের কাছে আমরা কৃতজ্ঞ এ ব্যাপারে তাদের দ্রুত প্রতিক্রিয়ার জন্য।’ 

বাংলাদেশে শুরু থেকেই আরলা ফুডস বাংলাদেশ টেকসই ব্যবসা কার্যক্রম এবং সামাজিক উন্নয়নের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানটির টেকসই কার্যক্রমের আওতায় আরলা ফুডস বাংলাদেশ এখন পর্যন্ত নানাবিধ সামাজিক প্রকল্প পরিচালনা করেছে। শুধুমাত্র ২০২০ সালেই যখন বিশ্বজুড়ে অতিমারী ছড়িয়ে পড়ে সে সময় আরলা ফুডস ১৬টি মানবিক প্রতিষ্ঠানের সাহায্যে ২৩টি জেলায় বিনামূল্যে দুধ বিতরণ করেছে। ২০২১ সাল থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি স্ব-উদ্যোগে সাশ্রয়ী দুধ, পুষ্টি এবং কোভিড-১৯ সম্পর্কিত সচেতনতা নিয়ে দেশজুড়ে প্রায় ২৮ লাখ মানুষের কাছে পৌঁছেছে। 

নিউইয়র্কে ইউএসবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

এখন থেকে পদ্মা সেতুর টোল মুহূর্তেই পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’