হোম > অর্থনীতি > করপোরেট

স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ দেবে ১০০% নগদ লভ্যাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস শেয়ারহোল্ডারদের গত অর্থবছরের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

আজ শনিবার ভার্চুয়াল প্লাটফরমে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়।

কোম্পানির সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ২০২২ সালের ৩০ জুনে সমাপ্ত হিসাব বছরে মোট বিক্রি হয়েছে ৬ হাজার ৬৪১ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ১৩ দশমিক ৮১ শতাংশ বেশি।

এই বছরে কোম্পানির নিট (করপরবর্তী) মুনাফা হয়েছে ১ হাজার ৮১৮ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ১৩ দশমিক ৯৮ শতাংশ বেশি।

প্রতিবেদন অনুসারে ২০২১-২২ অর্থবছরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ ১ হাজার ৪৭২ কোটি টাকা জাতীয় কোষাগারে জমা দিয়েছে।

সভায় ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, পরিচালক কাজী ইকবাল হারুন, স্বতন্ত্র পরিচালক সৈয়দ আফযাল হাসান উদ্দিন ও এসএম রেজাউর রহমান, হেড অফ একাউন্টস অ্যান্ড ফাইনান্স মো. কবির রেজা, চিফ ফিনান্সিয়াল অফিসার মো. জাহাঙ্গীর আলম  এবং কোম্পানি সেক্রেটারি খন্দকার হাবিবুজ্জামান উপস্থিত ছিলেন।

সভায় শেয়ারহোল্ডারদের অনেকেই কোম্পানির বর্তমান ও ভবিষ্যত কর্মকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন। সভা শেষে স্যামুয়েল চৌধুরী কোম্পানির কার্যক্রমে  আস্থা ও সমর্থন দেওয়ায় শেয়ারহোল্ডারদের আন্তরিক ধন্যবাদ জানান।

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত