হোম > অর্থনীতি > করপোরেট

স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ দেবে ১০০% নগদ লভ্যাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস শেয়ারহোল্ডারদের গত অর্থবছরের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

আজ শনিবার ভার্চুয়াল প্লাটফরমে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়।

কোম্পানির সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ২০২২ সালের ৩০ জুনে সমাপ্ত হিসাব বছরে মোট বিক্রি হয়েছে ৬ হাজার ৬৪১ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ১৩ দশমিক ৮১ শতাংশ বেশি।

এই বছরে কোম্পানির নিট (করপরবর্তী) মুনাফা হয়েছে ১ হাজার ৮১৮ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ১৩ দশমিক ৯৮ শতাংশ বেশি।

প্রতিবেদন অনুসারে ২০২১-২২ অর্থবছরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ ১ হাজার ৪৭২ কোটি টাকা জাতীয় কোষাগারে জমা দিয়েছে।

সভায় ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, পরিচালক কাজী ইকবাল হারুন, স্বতন্ত্র পরিচালক সৈয়দ আফযাল হাসান উদ্দিন ও এসএম রেজাউর রহমান, হেড অফ একাউন্টস অ্যান্ড ফাইনান্স মো. কবির রেজা, চিফ ফিনান্সিয়াল অফিসার মো. জাহাঙ্গীর আলম  এবং কোম্পানি সেক্রেটারি খন্দকার হাবিবুজ্জামান উপস্থিত ছিলেন।

সভায় শেয়ারহোল্ডারদের অনেকেই কোম্পানির বর্তমান ও ভবিষ্যত কর্মকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন। সভা শেষে স্যামুয়েল চৌধুরী কোম্পানির কার্যক্রমে  আস্থা ও সমর্থন দেওয়ায় শেয়ারহোল্ডারদের আন্তরিক ধন্যবাদ জানান।

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

শেভরনের সহায়তায় সিলেটে ৬০ প্রতিবন্ধী ব্যক্তির স্বাভাবিক জীবনে ফেরা

এখন থেকে মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে নগদে

ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ-টিভি হস্তান্তর করল ওয়ালটন