অত্যাধুনিক প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবা নিয়ে এনআরবি ব্যাংকের প্রিন্সিপাল শাখা এখন নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করেছে। বিটিআই ল্যান্ডমার্ক ১৬, গুলশান অ্যাভিনিউ, ঢাকায় এই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
গতকাল রোববার (২৭ জুলাই) নতুন ঠিকানায় কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই ডিবিএ। এ সময় তিনি বলেন, ‘স্থান পরিবর্তন শুধু একটি নতুন ঠিকানায় যাওয়া নয়—এটি একটি নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন।’ তিনি অত্যাধুনিক প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবায় সবাইকে স্বাগত জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. কামরুল ইসলাম চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান এ কে এম মিজানুর রহমান এফসিএ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ মো. সেলিম, স্বতন্ত্র পরিচালক ফেরদৌস আরা বেগম ও এস কে মতিউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান, ব্যাংকের সাবেক উপদেষ্টা ইকবাল উ আহমেদসহ উপব্যবস্থাপনা পরিচালকেরাসহ সম্মানিত গ্রাহকেরা উপস্থিত ছিলেন।