হোম > অর্থনীতি > করপোরেট

লালমাই-ময়নামতি অঞ্চলে স্ট্যান্ডার্ড চার্টার্ডের ২৫০০ চারা রোপণ

দেশের লালমাই-ময়নামতি অঞ্চলে ২ হাজার ৫০০ চারাগাছ রোপণ করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। তরুপল্লবের সহযোগিতায় পরিচালিত সম্প্রতি এই উদ্যোগে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ব্যাংকের দুই শতাধিক কর্মী অংশ নেন। 

জানা গেছে, তরুপল্লবের সহযোগিতায় যত্ন সহকারে বিভিন্ন চারাগাছ সংগ্রহ এবং অতঃপর রোপণ করা হয়। লালমাই-ময়নামতি অঞ্চলের শালবন পুনরুদ্ধারে শালগাছের বিভিন্ন চারাগাছ রোপণ করা হয়। বাংলাদেশের বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে লালমাই-ময়নামতি ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। বলা হয়, অশ্বত্থ গাছের নীচে বসে গৌতম বুদ্ধ দীক্ষা অর্জন করেছিলেন। তাই সেই মূল্যবোধের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে স্ট্যান্ডার্ড চার্টার্ডের পক্ষ থেকে ওই অঞ্চলে অশ্বত্থ গাছের চারা রোপণ করেন। এ ছাড়া ব্যাংকের কর্মীরা জীববৈচিত্র্য রক্ষার্থে ও স্থানীয়দের চাহিদা মেটাতে বিভিন্ন বিরল ও ওষধি গাছের চারা এবং শোভাবর্ধনের জন্য বিভিন্ন চারাগাছ রোপণ করেন। 

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, ‘লালমাই-ময়নামতির ঐতিহ্য রক্ষা ও সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব, বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। নিজেদের অগ্রগতি ও সমৃদ্ধির পাশাপাশি এই স্থানগুলোর অবহেলা করার কোনো সুযোগ নেই। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ২০০-এরও বেশি কর্মী প্রত্যেকে ঐতিহ্যবাহী স্থানে অন্তত একটি করে চারা রোপণ করে ভূমিকা রেখেছে।’

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

কক্সবাজারে এমজিআইয়ের বার্ষিক সেলস কনফারেন্স

ষষ্ঠবারের মতো এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ডিবিএল গ্রুপ

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. নূর মোহাম্মদ

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ফুডি

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা