হোম > অর্থনীতি > করপোরেট

ফুডি অ্যাপে মিলবে ডোমিনোজ পিৎজা

আজকের পত্রিকা ডেস্ক­

ডোমিনোজের সঙ্গে ফুডির চুক্তি। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশের জনপ্রিয় খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডি অ্যাপ ও ডোমিনোজের মধ্যে অংশীদারত্ব চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী, ফুডি অ্যাপের মাধ্যমে ডোমিনোজের পিৎজা সরবরাহ করা হবে। পাশাপাশি, আজ ১৬ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ডোমিনোজের পিৎজার সব অর্ডারে ৪০ শতাংশ ছাড় দেওয়া হবে, যা ২০০ টাকা পর্যন্ত।

আজ বৃহস্পতিবার মহাখালীর প্যারাগন হাউজে এই চুক্তি সই হয়। ফুডির পক্ষ থেকে চুক্তি সই অনুষ্ঠানে ছিলেন— চিফ অপারেটিং অফিসার মো. শাহনেওয়াজ মান্নান, চিফ মার্কেটিং অফিসার মাশরুর হাসান মিম, ডেপুটি ম্যানেজার সৈয়দ সাজিবুর রহমান ও সিনিয়র এক্সিকিউটিভ নওয়াজিশ আলম।

ডোমিনোজের পক্ষ থেকে ছিলেন— চিফ অপারেটিং অফিসার আহমেদ শোয়েব ইকবাল, কান্ট্রি হেড অব মার্কেটিং আবু ওবায়দা ইমন, হেড অব মার্কেটিং তানজিনা অল্টার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ই-কমার্স ও ব্র্যান্ড পার্টনারশিপ) মোহাম্মদ হোসেন বাবু।

ফুডির চিফ অপারেটিং অফিসার মো. শাহনেওয়াজ মান্নান বলেন, ‘আমরা ডোমিনোজের সঙ্গে চুক্তি করতে পেরে অত্যন্ত আনন্দিত। এই অংশীদারত্ব বাংলাদেশের ডেলিভারি ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে।’

জুবিল্যান্ট ফুডওয়ার্কসের চিফ অপারেটিং অফিসার আহমেদ শোয়েব ইকবাল বলেন, ‘এই অংশীদারত্ব আমাদের জন্য একটি বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। আমাদের লক্ষ্য হলো গ্রাহকদের অসাধারণ পিৎজা অভিজ্ঞতা প্রদান করা। ফুডির সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে আমরা এখন সহজেই আমাদের লক্ষ্য পূরণে সক্ষম হব।’

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ