হোম > অর্থনীতি > করপোরেট

বাজারে নতুন সিরিজের এসি-ফ্রিজ আনল র‍্যাংগস ইলেকট্রনিকস

বাজারে নতুন সিরিজের এসি-ফ্রিজ আনল র‍্যাংগস ইলেকট্রনিকস। ছবি: সংগৃহীত

‘সনি র‍্যাংগস’ নামে পরিচিত প্রতিষ্ঠান র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ২০২৫ সিরিজের কেলভিনেটর এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের বাজারজাত ঘোষণা করেছে। র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর একরাম হোসেন অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, ডিলার, ব্যবসায়ী পার্টনার, লাইফটাইম কাস্টমার ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

১১০ বছরের জনপ্রিয় আমেরিকান ব্র্যান্ড ‘কেলভিনেটর’ রেফ্রিজারেটর, হোম-কিচেন অ্যাপ্লায়েন্স ও এসির জন্য বিশ্বব্যাপী পরিচিত। কেলভিনেটর ব্র্যান্ড সুইডিশ কোম্পানি ইলেকট্রোলাক্স হোম প্রোডাক্টসের মালিকানাধীন এবং র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড বাংলাদেশে একমাত্র অফিশিয়াল ডিস্ট্রিবিউটর।

নতুন বছরে ক্রেতাদের জন্য র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের সিলেট হাই-টেক পার্ক ও গাজীপুরে অবস্থিত ফ্যাক্টরি থেকে কেলভিনেটর ব্র্যান্ডের নতুন মডেলগুলোর উৎপাদন হচ্ছে। ইতিমধ্যেই পাঁচটি নতুন সাইড বাই সাইড রেফ্রিজারেটর এবং দুটি টপ-লোড ওয়াশিং মেশিন উৎপাদিত হয়েছে; যা পাওয়া যাচ্ছে র‍্যাংগস ইলেকট্রনিকসের দেশব্যাপী সব শোরুম ও অনলাইন স্টোরে।

র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড গত ৪০ বছর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সঙ্গে বিভিন্ন বিশ্বমানের ইলেকট্রনিকস ব্র্যান্ডের পণ্য বাংলাদেশে বাজারজাত করে আসছে।

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত