হোম > অর্থনীতি > করপোরেট

‘মাস্টারিং ড্রিমস, কনকোয়ারিং হাইটস’ শীর্ষক অনুষ্ঠান সম্পন্ন করল মাস্টারকার্ড

বিজ্ঞপ্তি

‘মাস্টারিং ড্রিমস, কনকোয়ারিং হাইটস’ শীর্ষক অনুপ্রেরণামূলক অনুষ্ঠান সম্পন্ন করল মাস্টারকার্ড। ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশে আয়োজিত ‘সুলতানাজ ড্রিম আনবাউন্ড-ফার্স্ট উইমেনস উইন্টার এক্সপিডিশন’-এর সাফল্য উদ্‌যাপন করতে ‘মাস্টারিং ড্রিমস, কনকোয়ারিং হাইটস’ শীর্ষক এক অনুপ্রেরণামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে মাস্টারকার্ড। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের দূরদর্শী সাহিত্যকর্ম ‘সুলতানার স্বপ্ন’ থেকে অনুপ্রাণিত এই বিশেষ পর্বতারোহণ অভিযানের পৃষ্ঠপোষক মাস্টারকার্ড।

অভিযাত্রীর আয়োজনে ও ইউনেসকোর অনুমোদনে অভিযানের সার্বিক সহযোগিতায় ছিল মুক্তিযুদ্ধ জাদুঘর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, বিশেষ অতিথি বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।

এতে আরও উপস্থিত ছিলেন ইউনেসকোর ঢাকা অফিসের প্রধান ও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. সুজান ভাইজ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিনিধি, ২০০-এর বেশি নারী ব্যাংকার এবং করপোরেট নেতারা, যাঁরা পর্বতারোহীদের এই অসাধারণ অর্জনকে উদ্‌যাপন করেন।

বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদারের নেতৃত্বে এই অভিযানে পাঁচজন নারী পর্বতারোহী অংশ নেন। অন্যরা হলেন ইয়াসমিন লিসা, অর্পিতা দেবনাথ, মৌসুমী আক্তার এপি ও তহুরা সুলতানা রেখা। তাঁরা নেপালের ল্যাংটাং অঞ্চলের পাঁচটি শৃঙ্গ জয় করে ইতিহাস গড়েছেন। এর মধ্যে ছিল ইয়ালা পিক (৫,৫০০ মিটার), সুরিয়া পিক (৫,১৪৫ মিটার) ও গোঁসাইকুন্ড পিক (৪,৭৪৭ মিটার)।

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত