হোম > অর্থনীতি > করপোরেট

ইনসেপ্টা পরিদর্শনে অ্যাস্ট্রাজেনেকা কোভিড টিকা প্রকল্পের প্রধান সারা গিলবার্ট

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা প্রকল্পের প্রধান ও টিকা বিজ্ঞানী অধ্যাপক ডেম সারাহ গিলবার্ট। 

আজ সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের কার্যালয়ে আসেন সারাহ গিলবার্ট। এ সময় তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির এবং ভাইস চেয়ারম্যান হাসনীন মুক্তাদির। 

পরে ইনসেপ্টার সভাকক্ষে অধ্যাপক গিলবার্টের সঙ্গে বাংলাদেশে টিকা তৈরির ভবিষ্যৎ, চ্যালেঞ্জ, সাধারণ মানুষের কাছে টিকার সহজলভ্যতা, টিকা উৎপাদনের সার্বিক সক্ষমতা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। 

অধ্যাপক সারাহ গিলবার্টের সঙ্গে সভায় আরও অংশ নেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ভাইস চেয়ারম্যান হাসনীন মুক্তাদির, চিফ অপারেটিং অফিসার মাহবুবুল করিম, এক্সিকিউটিভ ডিরেক্টর ই এইচ আরেফিন আহমেদ প্রমুখ।

এ সময় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির টিকা ডেভেলপমেন্টের জন্য ইনসেপ্টায় কর্মরত বিজ্ঞানীদের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণের বিষয়ে অনুরোধ করেন। এতে অধ্যাপক গিলবার্ট সহমত প্রকাশ করেন। 

এখন থেকে ইনসেপ্টায় কর্মরত বিজ্ঞানীদের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে টিকা উন্নয়নে উচ্চতর প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। ইনসেপ্টায় কর্মরত বিজ্ঞানীরা এরই মধ্যে লন্ডনের ইমপিরিয়াল কলেজ থেকে মলিকুলার বায়োলজিতে প্রশিক্ষণ নিয়েছেন এবং এ ব্যবস্থা চলছে।

সারাহ গিলবার্ট অক্সফোর্ডের জেনার ইনস্টিটিউট এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাফিল্ড ডিপার্টমেন্ট অব ক্লিনিক্যাল মেডিসিনের টিকা বিজ্ঞানের অধ্যাপক। নতুন টিকা উদ্ভাবন ও টিকার উৎকর্ষ সাধনে তিনি ২৫ বছরের বেশি সময় ধরে কাজ করছেন। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা প্রকল্পের তিনি প্রধান ছিলেন। করোনার টিকা তৈরিতে অবদানের জন্য তাঁকে অ্যালবার্ট পদক এবং রাজকীয় সম্মান ডেমহুডে ভূষিত করা হয়েছে।

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

১৪তম বর্ষে নভোএয়ার, টিকিটে বিশাল ছাড়

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন