হোম > অর্থনীতি > করপোরেট

স্তন ক্যানসার প্রতিরোধে আইপিডিসি ‘প্রীতি’-এর সচেতনতামূলক ওয়ার্কশপ

‘একসঙ্গে সবাই, চলুন, রুখে দেই!’ —এই প্রতিজ্ঞাকে সঙ্গে নিয়ে স্তন ক্যানসার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অক্টোবর মাসব্যাপী নানামুখী কার্যক্রম পালন করছে আইপিডিসি ফাইন্যান্স-এর নারী গ্রাহক ভিত্তিক রিটেইল প্রোডাক্ট প্ল্যাটফর্ম ‘আইপিডিসি প্রীতি’। 

এর অধীনে সম্প্রতি আইপিডিসির প্রধান কার্যালয়ে বাংলাদেশ ক্যানসার এইড ট্রাস্ট (ব্যানক্যাট) ও ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের সহযোগিতায় গ্রাহক ও কর্মীদের জন্য অনুষ্ঠিত হয় স্তন ক্যানসার সচেতনতা নিয়ে বিশেষ ওয়ার্কশপ। 

ওয়ার্কশপে উপস্থিত ছিলেন—সাভরিনা আরিফিন, হেড অব রিটেইল বিজনেস, আইপিডিসি ফাইন্যান্স; মাহজাবীন ফেরদৌস, জেনারেল সেক্রেটারি ও ট্রাস্টি, ব্যানক্যাট; অমিতাভ ভট্টাচার্য, প্রধান, বিজনেস ডেভেলপমেন্ট, ল্যাবএইড ক্যানসার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার; ডা. আলী নাফিসা, অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন, ল্যাবএইড ক্যানসার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার; ফারাহ্ দীবা, সিনিয়র ডায়েটিশিয়ান, ল্যাবএইড ক্যানসার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার; পাপিয়া সুলতানা, হেড অব প্রীতি, আইপিডিসি ফাইন্যান্সসহ গ্রাহক এবং আইপিডিসির নারী কর্মকর্তারা। 

ডা. আলী নাফিসা স্তন ক্যানসারের লক্ষণ এবং প্রতিরোধের জন্য করণীয় নিয়ে বিস্তারিত বক্তব্য দেন। পুষ্টি বিশেষজ্ঞ ফারাহ্ দীবা স্তন ক্যানসার প্রতিরোধে সঠিক খাদ্যাভ্যাসের ধারণা দেন তাঁর বক্তব্যে। 

এ ছাড়া ওয়ার্কশপে উপস্থিত অংশগ্রহণকারীদের জন্য বিনা খরচে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল।

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত