হোম > অর্থনীতি > করপোরেট

বাজারে যাত্রা শুরু করল আকিজ বশির গ্লাস

হবিগঞ্জের মাধবপুরে অত্যাধুনিক উৎপাদন কারখানা স্থাপন করে বাজারে যাত্রা শুরু করল আকিজ বশির গ্লাস। ২২০০ কোটি টাকা বিনিয়োগ ব্যয়ে নির্মিত প্রতিদিন ৬০০ টন উৎপাদন ক্ষমতার এই প্ল্যান্টটি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুসরণ করে ক্লিয়ার, কার্লাড, রিফ্লেকটিভ ও অন্যান্য স্পেশালাইজ্ড গ্লাস উৎপাদন করছে। 

আকিজ বশির গ্লাসের মূল লক্ষ্যই হলো বাংলাদেশের গৃহনির্মাণ শিল্পে গ্রাহকদের জন্য সেরা মানের গ্লাস পণ্যে অসাধারণ ক্ল্যারিটি ও প্রিমিয়াম সব ফিচার যুক্ত করা। আর এই সুদূরপ্রসারী পরিকল্পনার ভিত্তি সুদৃঢ় করতেই কোম্পানিটি পাঁচ বছর সময় নিয়ে যত্নসহকারে কারখানা তৈরির কাজ সম্পন্ন করেছে। সেই সঙ্গে পণ্য উৎপাদনে ব্যবহৃত মোট শক্তির ৫১% নবায়নযোগ্য মাধ্যম থেকে সংগ্রহ করার ব্যবস্থা রাখা হয়েছে, যা প্ল্যান্টটিকে এই অঞ্চলের অন্যতম পরিবেশবান্ধব একটি শিল্পকেন্দ্র হিসেবে পরিচিত করে তুলেছে। 

শুধু সেরা নয়, সর্বোৎকৃষ্ট মানের কাঁচামাল দিয়েই যেন পণ্য উৎপাদন করা যায়, সে জন্য এখানে সর্বাধুনিক স্যান্ড পিউরিফিকেশন প্ল্যান্ট ও হোমোজিনাইজেশন প্ল্যান্ট সংযুক্ত করা হয়েছে। আর এতে করেই দেশের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক বাজারেও স্থান করে নেওয়ার প্রধান যোগ্যতা, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড নিশ্চিত করেছে আকিজ বশির গ্লাস। 

এই কারখানা স্থাপন করার ফলে স্থানীয় পর্যায়ে হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং এই বিষয়টি আকিজ বশির গ্লাসকে একটি ইতিবাচক রূপ এনে দিয়েছে। সেই সঙ্গে এই কোম্পানিটি সেরা পণ্য ও গ্রাহকসেবা নিশ্চিত করে আরও ইতিবাচকভাবে দেশের বাজারে দ্রুত বিস্তৃতি ও প্রসার অর্জনে প্রতিজ্ঞাবদ্ধ।

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত