হোম > অর্থনীতি > করপোরেট

উদ্যোক্তাদের প্রযুক্তিগত সহায়তা ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাবে একশপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্পের হেড অব ই-কমার্স ও একশপের টিম লিড রেজওয়ানুল হক জামি বলেছেন, বর্তমান ডিজিটাল যুগের সকল দক্ষতা অর্জনে একশপ ডাক বিভাগের উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেবে এবং এই তরুণ উদ্যোক্তাদের আয় বৃদ্ধিমূলক বিভিন্ন কার্যক্রমে যুক্ত করবে।

আজ বুধবার রাঙামাটি ডাক বিভাগের উদ্যোক্তাদের নিয়ে একশপ রাঙামাটি উদ্যোক্তা সম্মেলনে এ কথা বলেন জামি। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘ডিজিটাল কমার্স বিষয়ে উদ্যোক্তাদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি।’

সম্মেলনে রেজওয়ানুল হক জামি জানান, বর্তমানে একশপ ১১টি দেশে চলমান এবং বাংলাদেশ থেকে সেসব দেশে অনলাইনে অর্ডার গ্রহণ ও ডেলিভারি করে যাচ্ছে। 

অনুষ্ঠানে একশপ এর নতুন উদ্যোগ ‘শপ টু অনলাইন’ উদ্বোধন করা হয়। এর মাধ্যমে স্থানীয়ভাবে উৎপাদিত সকল পণ্য একশপে অর্ডার করা যাবে। এই পণ্য সংযুক্ত করা হবে স্থানীয় ডাক বিভাগের উদ্যোক্তাদের মাধ্যমে।

সম্মেলনে রাঙামাটি, চট্টগ্রাম, খাগড়াছড়ি জেলা থেকে প্রায় ৪০ জন ডিজিটাল ডাক কেন্দ্রের উদ্যোক্তা যোগ দেন। উদ্যোক্তাদের ডিজিটাল কমার্স যুগের নিত্যনতুন বিষয়ের সঙ্গে পরিচিত করানো এবং ডাক বিভাগের সম্প্রতি চালু হওয়া ডিএমএস সফটওয়্যার নিয়ে তথ্যভিত্তিক আলোচনা করা হয়। 

সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পোস্টাল সার্কেলের পোস্টমাস্টার জেনারেল জামাল পাশা, রাঙামাটি পোস্টাল ডিভিশনের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল তায়েব আলী। 

বক্তারা বলেন, ডাক বিভাগের সেবা সম্পর্কে তথ্য প্রচার এবং প্রসারের মাধ্যমে ডাক বিভাগকে জনগণের কাছে জনপ্রিয় করে তুলতে হবে যার মাধ্যমে ডাক বিভাগ এবং উদ্যোক্তাদের সেবার পরিধি বৃদ্ধি পাবে।

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

শেভরনের সহায়তায় সিলেটে ৬০ প্রতিবন্ধী ব্যক্তির স্বাভাবিক জীবনে ফেরা

এখন থেকে মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে নগদে

ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ-টিভি হস্তান্তর করল ওয়ালটন