হোম > অর্থনীতি > করপোরেট

ক্লেমনের পরিবারে সংযোজিত হলো ‘ক্লেমন জিরো’

ক্লেমনের পরিবারে সংযোজিত হলো ‘ক্লেমন জিরো’। ছবি: সংগৃহীত

ক্লেমনের সৌজন্যে অ্যাকটিভ পালস ১০ কিলো ম্যারাথনের এক্সপোতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল ব্র্যান্ড ক্লেমনের নতুন ভেরিয়েন্ট ‘ক্লেমন জিরো’। হোটেল রেনেসাঁর বলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে ফিটনেস লাভারদের কথা চিন্তা করে ক্লেমন নিয়ে এল ক্লেমন জিরো।

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ক্লিয়ার ড্রিংকস ব্র্যান্ড ক্লেমন। শহর, গ্রাম কিংবা মফস্বলে উৎসবে, আয়োজনে কিংবা নিত্যদিনের চাহিদায় ক্লেমন পৌঁছে গেছে সবার হাতে হাতে। দিন দিন মানুষ আরও বেশি ফিটনেস সচেতন হয়ে উঠছে। তাই সুগারের কারণে অনেকেই সব ধরনের বেভারেজ এড়িয়ে চলেন। তবে রিফ্রেশিং কোনো ড্রিংক পান করার ইচ্ছা তাঁদেরও থাকে। এই প্রয়োজনের কথা মাথায় রেখে ক্লেমন নিয়ে এল ক্লেমন জিরো।

অনুষ্ঠানে ক্লেমন জিরো নিয়ে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ডিরেক্টর অপারেশন সৈয়দ জহুরুল আলম বলেন, ‘আমরা সবাই ফিজি ড্রিংক এনজয় করতে পছন্দ করি। তবে ফিটনেস নিয়েও যেন কম্প্রোমাইজ করতে না হয়, তাই ক্লেমন নিয়ে এল সুগার ফ্রি ক্লেমন জিরো। আশা করি, ক্লেমন জিরো সবার ভালো লাগবে ও সাফল্য লাভ করবে।’

অনুষ্ঠানে সিএমও মাইদুল ইসলাম ও ক্লেমনের ব্র্যান্ড ম্যানেজার আব্দুল আজিজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত