সোশ্যাল ইসলামী ব্যাংকের মিরপুর শাখা বড় পরিসরে এখন নতুন ঠিকানায়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম সম্প্রতি নতুন ঠিকানায় শাখার কার্যক্রম উদ্বোধন করেন।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ ও মোহাম্মদ হাবীবুর রহমান।
এ ছাড়া ব্যাংকের ব্রাঞ্চেস কন্ট্রোল ডিভিশনের প্রধান জয়নাল আবেদীন, ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মো. তৌহিদ হোসেন, ঢাকা উত্তর অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. শাহরিয়ার খান, মিরপুর শাখার ব্যবস্থাপক মো. মোজাম্মেল হকসহ বিভিন্ন গ্রাহক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শাখার কর্মকর্তারা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মিরপুরের ৬ নম্বর সেকশনে ১ নম্বর রোডের প্রমিজ টাওয়ারে সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন কার্যক্রম শুরু করা হয়েছে।