হোম > অর্থনীতি > করপোরেট

‘ইন্সপায়ার হার ওয়েলনেস’ শীর্ষক আয়োজনে অংশ নিল আইপিডিসি 

ঢাকা ফ্লো’র উদ্যোগে বারিধারা লেকসাইড রাজউক পার্কে গত ৮ ও ৯ মার্চ আয়োজিত ‘ইন্সপায়ার হার ওয়েলনেস’ শীর্ষক ফেস্টিভ্যালে অংশ নিয়েছে আইপিডিসি ফাইন্যান্স। বিশ্ব নারী দিবস উপলক্ষে অনুষ্ঠিত এই ফেস্টিভ্যালটির মূল লক্ষ্য ছিল নারীত্বের চেতনাকে উৎসাহিত করা, এ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং নারীত্বের মাহাত্ম্যকে উদ্‌যাপনের কথা বলা। 

একটি দায়িত্বশীল আর্থিক ব্র্যান্ড হিসেবে আইপিডিসি সব সময়ই নারীর ক্ষমতায়নের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করে এসেছে। আইপিডিসির প্রথাগত চর্চার সঙ্গে তাল রেখেই প্রতিষ্ঠানটি এই আয়োজনে একটি স্টলের মাধ্যমে অংশ নেয় ‘আইপিডিসি প্রীতি’র অধীনে।

উল্লেখ্য, ‘আইপিডিসি প্রীতি’ আইপিডিসির রিটেইল প্রোডাক্টসমূহের একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে নারী গ্রাহকদের জন্য বিশেষায়িত সেবা প্রদান করা হয়। 

আইপিডিসি স্টলে ডিপোজিট, অটো লোন, হোম লোনসহ অন্যান্য সেবা বিষয়ে আগ্রহীদের বিস্তারিত জানাতে, সেবা সম্পর্কে তাদের প্রশ্নের উত্তর প্রদান করতে এবং আর্থিক সেবা সংক্রান্ত পরামর্শ দিয়ে সাহায্য করতে আইপিডিসির সুদক্ষ ও অভিজ্ঞ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

ইভেন্টটির দ্বিতীয় দিন ৯ মার্চ বিকেলে আইপিডিসির পক্ষ থেকে সেখানে উপস্থিত হন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর ও সিইও রিজওয়ান দাউদ সামস; কোম্পানি সেক্রেটারি, হেড অফ লিগ্যাল অ্যাফেয়ার্স ও ভারপ্রাপ্ত হেড অফ ব্র্যান্ড অ্যান্ড করপোরেট কমিউনিকেশন সামিউল হাশিম; চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মো. সাঈদ ইকবাল; হেড অফ প্রীতি ফারজানা আহমেদসহ আইপিডিসির সিনিয়র কর্মকর্তাবৃন্দের অনেকে। 

দুই দিনব্যাপী এই আয়োজনে ক্লাস, মতবিনিময়, কর্মশালাসহ নানাবিধ কর্মকাণ্ডের মধ্য দিয়ে পুরো ইভেন্টটি ছিল উৎসবমুখর। এই আয়োজনে আইপিডিসির প্রাণবন্ত অংশগ্রহণ ছিল নারীর জন্য সহযোগিতামূলক ও সম অধিকারভিত্তিক সমাজ নির্মাণে আইপিডিসির প্রতিশ্রুতির প্রতিফলনস্বরূপ।

উত্তরা ব্যাংকের ২৫০তম শাখার উদ্বোধন

প্রশান্ত মহাসাগরে দুই প্রকল্পের অনুমোদন দিল এডিবি-বিশ্বব্যাংক

মেট্রো রেলস্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই

জনতা ব্যাংক পিএলসির ৮৬৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

রূপালী ব্যাংক পরিচালনা পর্ষদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া

বিশিষ্ট শিল্পপতি মো. আবদুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের শোক

যুক্তরাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশি উপাচার্য ওসামা খান

ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপে যোগ হলো সম্পূর্ণ ভয়েস-চালিত সেবা

মেট্রোরেল ও অ্যানেক্স কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

এশিয়া সাসটেইনেবিলিটি রিপোর্টিং রেটিং অ্যাওয়ার্ড পেল এনআরবিসি ব্যাংক