হোম > অর্থনীতি > করপোরেট

বাজারে ২৬টি মডেলের আকর্ষণীয় বাইসাইকেল এনেছে আকিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আকর্ষণীয় ডিজাইন ও কালারের ২৬টি মডেলের বাইসাইকেল বাজারে এনেছে আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ বাইসাইকেল। সুলভ দামের এই বাইসাইকেলগুলো এরই মধ্যে গ্রাহকদের প্রশংসা কুড়িয়েছে। অদূর ভবিষ্যতে আকিজ বাইসাইকেল বাংলাদেশের এই খাতে নেতৃত্ব দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন। 

আজ শুক্রবার রাজধানীর গুলশানের শুটিং ক্লাব কনভেনশন হলে ‘আকিজ বাইসাইকেল স্পোর্টস ফেস্ট-২০২৪’-এর উদ্বোধনী অনুষ্ঠানে শেখ শামীম উদ্দিন বলেন, ‘আকিজ বাইসাইকেল যাত্রা শুরু করেছে গত বছরের মাঝামাঝি। এরই মধ্যে আমরা বাংলাদেশের বাজারে একটি বিশ্বস্ত ও স্বনামধন্য ব্র্যান্ড হিসেবে জায়গা করে নিতে পেরেছি। এখন ছোট পরিসরে থাকলেও ভবিষ্যতে আকিজ বাইসাইকেল বাংলাদেশে এই সেক্টরে নেতৃত্ব দেবে।’ 

এ সময় তিনি জানান, আগামী কয়েক বছরের মধ্যে এই সেক্টরে আকিজ গ্রুপ অন্তত ৫০০ কোটি টাকা বিনিয়োগ করব। বর্তমানে আকিজ বাইসাইকেল ২০০ জনবল আছে। আগামী বছর এই সংখ্যাকে ১ হাজার ২০০-তে উন্নীত করার পরিকল্পনা আছে প্রতিষ্ঠানটির। 

যে ২৬টি মডেলের আকিজ বাইসাইকেল বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে, সেগুলোর মধ্যে—শিশুদের জন্য জুনিয়র ক্যাটাগরি, বড়দের জন্য মাউন্টেন ও ট্র্যাডিশনাল ক্যাটাগরির বাইসাইকেল উল্লেখযোগ্য। সাইকেলগুলোর দাম ধরা হয়েছে ৬ হাজার ৯০০ থেকে ৩৮ হাজার ৫০০ টাকার মধ্যে। এ ছাড়া ভবিষ্যতে ইলেকট্রিক স্পোর্টস রেসিং, ফ্যাট, ফোল্ডিং ইত্যাদি ক্যাটাগরির বাইসাইকেল উৎপাদনের পরিকল্পনা আছে প্রতিষ্ঠানটির। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আকিজ বাইসাইকেল লিমিটেডের পরিচালক সৈয়দ জয়নুল আবেদীন। তিনি বলেন, ‘আকিজ বাইসাইকেলের কাঁচামাল ও মেশিনারিগুলো নেদারল্যান্ডস, ইংল্যান্ড বেলজিয়াম, ইতালি, জাপান, তাইওয়ান, চায়না ও ইন্ডিয়া থেকে সংগ্রহ করা হচ্ছে। এ বছরের শেষের দিকে আকিজ বাইসাইকেলে বর্তমানের থেকে দ্বিগুণ উৎপাদন হবে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হবে।’

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. নূর মোহাম্মদ

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ফুডি

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক