হোম > অর্থনীতি > করপোরেট

বাজারে ২৬টি মডেলের আকর্ষণীয় বাইসাইকেল এনেছে আকিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আকর্ষণীয় ডিজাইন ও কালারের ২৬টি মডেলের বাইসাইকেল বাজারে এনেছে আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ বাইসাইকেল। সুলভ দামের এই বাইসাইকেলগুলো এরই মধ্যে গ্রাহকদের প্রশংসা কুড়িয়েছে। অদূর ভবিষ্যতে আকিজ বাইসাইকেল বাংলাদেশের এই খাতে নেতৃত্ব দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন। 

আজ শুক্রবার রাজধানীর গুলশানের শুটিং ক্লাব কনভেনশন হলে ‘আকিজ বাইসাইকেল স্পোর্টস ফেস্ট-২০২৪’-এর উদ্বোধনী অনুষ্ঠানে শেখ শামীম উদ্দিন বলেন, ‘আকিজ বাইসাইকেল যাত্রা শুরু করেছে গত বছরের মাঝামাঝি। এরই মধ্যে আমরা বাংলাদেশের বাজারে একটি বিশ্বস্ত ও স্বনামধন্য ব্র্যান্ড হিসেবে জায়গা করে নিতে পেরেছি। এখন ছোট পরিসরে থাকলেও ভবিষ্যতে আকিজ বাইসাইকেল বাংলাদেশে এই সেক্টরে নেতৃত্ব দেবে।’ 

এ সময় তিনি জানান, আগামী কয়েক বছরের মধ্যে এই সেক্টরে আকিজ গ্রুপ অন্তত ৫০০ কোটি টাকা বিনিয়োগ করব। বর্তমানে আকিজ বাইসাইকেল ২০০ জনবল আছে। আগামী বছর এই সংখ্যাকে ১ হাজার ২০০-তে উন্নীত করার পরিকল্পনা আছে প্রতিষ্ঠানটির। 

যে ২৬টি মডেলের আকিজ বাইসাইকেল বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে, সেগুলোর মধ্যে—শিশুদের জন্য জুনিয়র ক্যাটাগরি, বড়দের জন্য মাউন্টেন ও ট্র্যাডিশনাল ক্যাটাগরির বাইসাইকেল উল্লেখযোগ্য। সাইকেলগুলোর দাম ধরা হয়েছে ৬ হাজার ৯০০ থেকে ৩৮ হাজার ৫০০ টাকার মধ্যে। এ ছাড়া ভবিষ্যতে ইলেকট্রিক স্পোর্টস রেসিং, ফ্যাট, ফোল্ডিং ইত্যাদি ক্যাটাগরির বাইসাইকেল উৎপাদনের পরিকল্পনা আছে প্রতিষ্ঠানটির। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আকিজ বাইসাইকেল লিমিটেডের পরিচালক সৈয়দ জয়নুল আবেদীন। তিনি বলেন, ‘আকিজ বাইসাইকেলের কাঁচামাল ও মেশিনারিগুলো নেদারল্যান্ডস, ইংল্যান্ড বেলজিয়াম, ইতালি, জাপান, তাইওয়ান, চায়না ও ইন্ডিয়া থেকে সংগ্রহ করা হচ্ছে। এ বছরের শেষের দিকে আকিজ বাইসাইকেলে বর্তমানের থেকে দ্বিগুণ উৎপাদন হবে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হবে।’

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

১৪তম বর্ষে নভোএয়ার, টিকিটে বিশাল ছাড়

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন