হোম > অর্থনীতি > করপোরেট

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের সঙ্গে এক্সেল টেলিকমের সমঝোতা চুক্তি

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের অনলাইন মার্কেটপ্লেস ই-রাজ’র সঙ্গে স্যামসাং বাংলাদেশের ডিস্ট্রিবিউটর এক্সেল টেলিকম (প্রা.) লিমিটেডের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ঢাকার গুলশানে এক্সেল টেলিকম ও ই-রাজের মধ্যে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। দেশি ও বিদেশি বিভিন্ন রকমের ইলেকট্রিক ও ইলেকট্রনিকসসহ হোম অ্যাপ্লায়েন্স সকল পণ্যের সমাহার নিয়ে সাজানো হয়েছে মিনিস্টারের অনলাইন প্ল্যাটফর্ম ই-রাজ।

এই চুক্তির মাধ্যমে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের অনলাইন মার্কেটপ্লেস ই-রাজ থেকে গ্রাহকেরা স্যামসাংয়ের সকল পণ্য ক্রয় করতে পারবে। তা ছাড়া ই-রাজের মাধ্যমে গ্রাহকেরা দ্রুত ডেলিভারির নিশ্চয়তার পাশাপাশি মানসম্মত ইলেকট্রিক, ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য ক্রয় করতে পারবে।

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পক্ষ থেকে মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম লিটন ও এক্সেল টেলিকমের পক্ষ থেকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ সাইফুদ্দিন টিপু। 

এ ছাড়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সেল টেলিকমের সাদিয়া তাসনিম, ই-রাজের মো. গোলাম কিবরিয়া, এ.এফ.এম রোকনুজ্জামান রিজু, মো. আল-আমিনসহ অন্যান্য কর্মকর্তাগণ।

মিনিস্টার ও মাইওয়ান গ্রুপের মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম লিটন বলেন, স্যামসাং বাংলাদেশের ডিস্ট্রিবিউটর এক্সেল টেলিকম (প্রা.) লিমিটেডের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা খুবই আনন্দিত। এখন থেকে গ্রাহকেরা অনলাইন মার্কেটপ্লেস ই-রাজের মাধ্যমে স্যামসাং ও মিনিস্টারের সকল পণ্য ঘরে বসেই কিনতে করতে পারবে। ক্রেতাদের সহজ, ঝামেলাবিহীন এবং দ্রুততম সময়ে ভালো পণ্য উপহার দেওয়ার লক্ষ্যেই মানসম্মত পণ্যসম্ভার নিয়ে চালু করা হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম ই-রাজ।

নিউইয়র্কে ইউএসবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

এখন থেকে পদ্মা সেতুর টোল মুহূর্তেই পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’