হোম > অর্থনীতি > করপোরেট

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের সঙ্গে এক্সেল টেলিকমের সমঝোতা চুক্তি

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের অনলাইন মার্কেটপ্লেস ই-রাজ’র সঙ্গে স্যামসাং বাংলাদেশের ডিস্ট্রিবিউটর এক্সেল টেলিকম (প্রা.) লিমিটেডের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ঢাকার গুলশানে এক্সেল টেলিকম ও ই-রাজের মধ্যে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। দেশি ও বিদেশি বিভিন্ন রকমের ইলেকট্রিক ও ইলেকট্রনিকসসহ হোম অ্যাপ্লায়েন্স সকল পণ্যের সমাহার নিয়ে সাজানো হয়েছে মিনিস্টারের অনলাইন প্ল্যাটফর্ম ই-রাজ।

এই চুক্তির মাধ্যমে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের অনলাইন মার্কেটপ্লেস ই-রাজ থেকে গ্রাহকেরা স্যামসাংয়ের সকল পণ্য ক্রয় করতে পারবে। তা ছাড়া ই-রাজের মাধ্যমে গ্রাহকেরা দ্রুত ডেলিভারির নিশ্চয়তার পাশাপাশি মানসম্মত ইলেকট্রিক, ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য ক্রয় করতে পারবে।

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পক্ষ থেকে মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম লিটন ও এক্সেল টেলিকমের পক্ষ থেকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ সাইফুদ্দিন টিপু। 

এ ছাড়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সেল টেলিকমের সাদিয়া তাসনিম, ই-রাজের মো. গোলাম কিবরিয়া, এ.এফ.এম রোকনুজ্জামান রিজু, মো. আল-আমিনসহ অন্যান্য কর্মকর্তাগণ।

মিনিস্টার ও মাইওয়ান গ্রুপের মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম লিটন বলেন, স্যামসাং বাংলাদেশের ডিস্ট্রিবিউটর এক্সেল টেলিকম (প্রা.) লিমিটেডের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা খুবই আনন্দিত। এখন থেকে গ্রাহকেরা অনলাইন মার্কেটপ্লেস ই-রাজের মাধ্যমে স্যামসাং ও মিনিস্টারের সকল পণ্য ঘরে বসেই কিনতে করতে পারবে। ক্রেতাদের সহজ, ঝামেলাবিহীন এবং দ্রুততম সময়ে ভালো পণ্য উপহার দেওয়ার লক্ষ্যেই মানসম্মত পণ্যসম্ভার নিয়ে চালু করা হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম ই-রাজ।

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

শেভরনের সহায়তায় সিলেটে ৬০ প্রতিবন্ধী ব্যক্তির স্বাভাবিক জীবনে ফেরা

এখন থেকে মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে নগদে

ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ-টিভি হস্তান্তর করল ওয়ালটন

বুয়েটে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পার্ক অ্যাভিনিউর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর জামাল ভূঁইয়া