হোম > অর্থনীতি > করপোরেট

ইউএস-বাংলা মেডিকেল কলেজে জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে ইউএস-বাংলা মেডিকেল কলেজে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ও ১৫ আগস্টের সব শহীদের স্মরণে জাতীয় শোক দিবস পালন করা হয়।

আজ মঙ্গলবার ইউএস-বাংলা মেডিকেল কলেজ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। সকাল সাড়ে ৯টার সময় অধ্যক্ষের নেতৃত্বে কলেজ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সব শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা-কর্মচারী পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বঙ্গবন্ধুসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে কলেজ গ্যালারিতে জাতির পিতার জীবনীভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় ছাত্রছাত্রী, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকেরা অংশ নেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজের সচিব সৈয়দ বজরুল আহসান, শিক্ষকদের মধ্যে অধ্যাপক ডা. উম্মে শাহনাজ পারভীন, অধ্যাপক ডা. কর্নেল (অব.) মীর আজিম উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুল গনি, অধ্যাপক ডা. মেহেরুন্নেসা বেগম, অধ্যাপক ডা. রওশন আরা খানম, অধ্যাপক ব্রিগেডিয়ার. জেনারেল (অব.) ডা. মো. আব্দুল মতিন, অধ্যাপক ডা. শেখর ভট্টাচার্য ও উপাধ্যক্ষ ডা. মো. এনায়েত করিম প্রমুখ। বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ ও ত্যাগের কথা সবার সামনে তুলে ধরেন। তাঁরা বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও সব শহীদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। 

এ সময় জাতীয় শোক দিবস-সম্পর্কিত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। 

 

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত