হোম > অর্থনীতি > করপোরেট

নগদ-মাস্টারকার্ড লাখপতি ক্যাম্পেইনের পুরস্কার পেলেন বিজয়ীরা

নগদ-মাস্টারকার্ড লাখপতি ক্যাম্পেইনে অংশ নেওয়া বিজয়ীদের পুরস্কার দিয়েছে নগদ-মাস্টারকার্ড। মাস্টারকার্ড থেকে নগদ অ্যাকাউন্টে অ্যাড মানি করে তাঁরা এই পুরস্কার জিতেছেন। 

সম্প্রতি বনানীতে নগদের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। নগদের নির্বাহী পরিচালক মোহাম্মদ আমিনুল হক, চিফ কমার্শিয়াল অফিসার মো. সিহাব উদ্দীন চৌধুরী, চিফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসার শেখ সাবাব আহমেদ, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও প্রতিষ্ঠানটির ডিরেক্টর জাকিয়া সুলতানা এ সময় উপস্থিত ছিলেন।

সাতটি নির্ধারিত পরিমাণ ক্যাটাগরি থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা অ্যাড মানি করে একজন গ্রাহক ক্যাশ-বোনাস উপভোগ করেছেন। প্রতি ক্যাটাগরির লেনদেনের জন্য একবার করে ক্যাশ-বোনাস (অনুমোদিত পরিমাণ অনুযায়ী) এবং সর্বমোট ১ হাজার টাকা পর্যন্ত ক্যাশ-বোনাস উপভোগ করেছেন গ্রাহকেরা। পাশাপাশি ক্যাম্পেইন চলাকালে কম সময়ে সর্বোচ্চ পরিমাণ টাকা অ্যাড মানি করে শীর্ষ তিনজন মনোনীত গ্রাহক তিনটি মেগা উপহার পাওয়ার যোগ্য হয়েছেন।

নগদ-মাস্টারকার্ড লাখপতি ক্যাম্পেইনে প্রথম পুরস্কার এক লাখ টাকা পেয়েছেন মো. মারফত আলী, দ্বিতীয় পুরস্কার ৭৫ হাজার টাকা পেয়েছেন মোছা. ফারজানা খাতুন, তৃতীয় পুরস্কার ৫০ হাজার টাকা পেয়েছেন রুনা কবির। নগদ ও মাস্টারকার্ডের কর্মকর্তারা বিজয়ীদের পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণের পর নগদের চিফ কমার্শিয়াল অফিসার মো. সিহাব উদ্দীন চৌধুরী বলেন, ‘আমরা মানুষের জন্য সাশ্রয়ী ও সহজ লেনদেন ব্যবস্থা নিয়ে কাজ করছি। তারই অংশ ছিল এই ক্যাম্পেইন। আমরা এই ক্যাম্পেইনে গ্রাহকের বিপুল সাড়া পেয়েছি। সামনে এমন আরও নতুন নতুন সেবা নিয়ে আমরা গ্রাহকের সামনে হাজির হব।’

উত্তরা ব্যাংকের ২৫০তম শাখার উদ্বোধন

প্রশান্ত মহাসাগরে দুই প্রকল্পের অনুমোদন দিল এডিবি-বিশ্বব্যাংক

মেট্রো রেলস্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই

জনতা ব্যাংক পিএলসির ৮৬৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

রূপালী ব্যাংক পরিচালনা পর্ষদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া

বিশিষ্ট শিল্পপতি মো. আবদুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের শোক

যুক্তরাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশি উপাচার্য ওসামা খান

ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপে যোগ হলো সম্পূর্ণ ভয়েস-চালিত সেবা

মেট্রোরেল ও অ্যানেক্স কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

এশিয়া সাসটেইনেবিলিটি রিপোর্টিং রেটিং অ্যাওয়ার্ড পেল এনআরবিসি ব্যাংক