হোম > অর্থনীতি > করপোরেট

আলেশা কার্ড ও প্রাভা হেলথের মধ্যে চুক্তি স্বাক্ষর

সম্প্রতি যাত্রা শুরু করেছে আলেশা কার্ড লিমিটেড, যা আলেশা হোল্ডিংস লিমিটেডের একটি অঙ্গপ্রতিষ্ঠান। বুধবার (১৫ সেপ্টেম্বর, ২০২১) আলেশা কার্ড লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হলো প্রাভা হেলথ বাংলাদেশ লিমিটেড। সব আলেশা কার্ড হোল্ডার প্রাভা হেলথের কনসালটেশন ফি, মেডিকেল টেস্ট, হেলথ চেক-আপসহ ওষুধ ক্রয়ে ২০ শতাংশ পর্যন্ত ডিস্কাউন্টের সুবিধা পাবেন। 

আলেশা কার্ডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলেশা কার্ডের গ্রাহকদের বিশেষায়িত সুবিধা নিশ্চিত করতে প্রাভা হেলথের সঙ্গে এই পার্টনারশিপ গ্রাহকসেবাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। ভবিষ্যতে আরও নিত্য নতুন পার্টনারদের থেকে আলেশা কার্ড হোল্ডারদের বিশেষায়িত সুবিধাপ্রাপ্তির এমন ধারা অব্যাহত থাকবে। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আলেশা কার্ড লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর জান্নাতুন নাহার, ন্যাশনাল সেলস ম্যানেজার মো. রিফাত হোসেন, উইং হেড মো. সাগীর আলী এবং ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মো. তারিক আজিজ। এছাড়া প্রাভা হেলথের পক্ষ থেকে ছিলেন প্রতিষ্ঠানটির চিফ মেডিকেল অফিসার সিমীন মজিদ আখতার, হেড অব মার্কেটিং অ্যান্ড কর্পোরেট সেলস মো. সাফায়াত আলী চয়নসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

দেশজুড়ে ৯০টি ক্যাটাগরিতে ৩ হাজারেরও বেশি পার্টনারের কাছ থেকে আলেশা কার্ড হোল্ডাররা বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। এক বছর মেয়াদি কার্ডটির ক্রয়মূল্য ৭ হাজার ৯৮০ টাকা। সব মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা কার্ডটি পাচ্ছেন একদম ফ্রি এবং ৬৫ বয়সোর্ধ্ব ব্যক্তিগণ ৫০ শতাংশ ছাড়ে পাচ্ছেন আলেশা কার্ড।

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ