হোম > অর্থনীতি > করপোরেট

৮ মাস পর বিমান বাংলাদেশের সিলেট-চট্টগ্রাম ফ্লাইট চালু

সিলেট প্রতিনিধি

করোনার কারণে প্রায় আট মাস বন্ধ থাকার পর চালু করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট-চট্টগ্রাম-সিলেট ফ্লাইট। আজ শনিবার দুপুরে ৯ জন যাত্রী নিয়ে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায় বিমানের ফ্লাইটটি।

জানা যায়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর শুভলগ্নে ২০২১ সালের ১৭ মার্চ এই রুটে বিমানের ফ্লাইট চালু করা হয়। কিন্তু করোনা মহামারির কারণে ফ্লাইট চালুর দুই মাসের মাথায় একই বছরের এপ্রিলে চলাচল বন্ধ হয়ে যায়। 

বিমানসংশ্লিষ্টরা জানান, সিলেট-চট্টগ্রাম-সিলেট রুটে ফ্লাইটের সর্বনিম্ন ভাড়া থাকবে ৪ হাজার ২০০ টাকা। এ ছাড়া গত ২ নভেম্বর থেকে সিলেট-কক্সবাজার-সিলেট রুটে বিমানের ফ্লাইট অপারেট করা হয়। ২০২০ সালের ১২ নভেম্বর থেকে এই রুটে ফ্লাইট চালিয়ে আসছিল বিমান। তবে করোনার কারণে গত বছরের এপ্রিল থেকে ফ্লাইট চলাচল বন্ধ ছিল। এরপর গত নভেম্বর মাসে এই রুটে ফের ফ্লাইট চালু করা হয়। এই ফ্লাইটের সর্বনিম্ন ভাড়া ৪ হাজার ৫০০ টাকা। 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট স্টেশন ম্যানেজার জিল্লুর রহমান বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এখনো মানুষ ফ্লাইট চালু হওয়ার বিষয়টি জানেন না। তাই যাত্রী কম হয়েছে। ধীরে ধীরে যাত্রী বাড়বে। 

স্টেশন ম্যানেজার আরও বলেন, সপ্তাহে দুই দিন বুধ ও শনিবার এই রুটে বিমানের ফ্লাইট চলবে। ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল সোয়া ১১টায় সিলেটের উদ্দেশে ছেড়ে আসবে। পরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেলা ১টায় চট্টগ্রামের পথে ছেড়ে যাবে। 

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিদ আহমদ বলেন, ফ্লাইটটি চালু হওয়ায় সহজেই মানুষ সিলেট থেকে চট্টগ্রাম যেতে পারবেন। সিলেট ও চট্টগ্রামের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরেই ব্যবসা-বাণিজ্য রয়েছে। দুই অঞ্চলের মানুষের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে এ ফ্লাইট ভূমিকা রাখবে।

নিউইয়র্কে ইউএসবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

এখন থেকে পদ্মা সেতুর টোল মুহূর্তেই পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’