হোম > অর্থনীতি > করপোরেট

বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস পেলেন বার্জারের সিএফও সাজ্জাদ রহিম

বার্জারের সিএফও

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের গ্রুপ চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) ও ডিরেক্টর সাজ্জাদ রহিম চৌধুরী বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসে বর্ষসেরা ‘চিফ ফিন্যান্সিয়াল অফিসার’ হিসেবে সম্মানিত হয়েছেন।

সাজ্জাদ রহিম চৌধুরী ২০২০ সালের আগস্ট মাসে বার্জার পেইন্টসে গ্রুপ সিএফও এবং ডিরেক্টর হন। প্রায় তিন দশকের কর্মজীবনে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবেও সাজ্জাদ চৌধুরী বিভিন্ন বহুজাতিক কোম্পানিগুলোতে নেতৃত্ব দিয়েছেন। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডে যোগদানের আগে তিনি নোভারটিস বাংলাদেশ লিমিটেডে ফিন্যান্স ডিরেক্টর এবং কোম্পানি সেক্রেটারি হিসেবে ছয় বছর দায়িত্ব পালন করেন এবং শ্রীলঙ্কা ও মালদ্বীপের ডিস্ট্রিবিউশন মার্কেটের সিএফও পদে অধিষ্ঠিত ছিলেন।

তার উল্লেখযোগ্য ভূমিকার মধ্যে রয়েছে সিটিসেলের সিএফও (সিঙ্গাপুর টেলিকম এবং প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের একটি যৌথ উদ্যোগ) এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এবং কাফকোতে বিভিন্ন অর্থনৈতিক পদে নেতৃত্ব দেন। সাজ্জাদ চৌধুরী জেনসন অ্যান্ড নিকলসন (বাংলাদেশ) লিমিটেড, বার্জার টেক কনসালটিং লিমিটেড, বার্জার বেকার বাংলাদেশ লিমিটেড এবং বার্জার ফসরক লিমিটেডের পরিচালক পদেও অধিষ্ঠিত রয়েছেন।

পুরস্কারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘এটি আমার জন্য অনেক বড় একটি সম্মানের বিষয়, যদিও আমি অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় নেই। প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে দুর্দান্ত কাজ করছেন। আমি শুধু আমার নিজের জায়গায় উন্নতি করতে এবং প্রতিদিন আরও ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি।’

বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৩ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) দ্বারা উপস্থাপিত এবং সামিট কমিউনিকেশনস লিমিটেড দ্বারা পরিচালিত। মর্যাদাপূর্ণ এই ইভেন্টটি আয়োজনে পার্টনার হিসেবে সহযোগিতায় আরও রয়েছে বিএসআরএম, দ্যা ডেইলি স্টার, এটুআই-অ্যাসপায়ার টু ইনোভেট, স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক এবং ন্যামকন।

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত