সনি-র্যাংগস নামে পরিচিত র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড রাজধানীর মিরপুরে অফিশিয়াল সনি পণ্যের শোরুম উদ্বোধন করেছে। আজ রোববার মিরপুর-১-এর দারুস সালাম রোডে ‘র্যাংগস ইলেকট্রনিকস মিরপুর-১’ নামের এই শোরুমের উদ্বোধন করা হয়।
১৯৯৮ সালে মিরপুর-১-এ মিরপুরবাসীর জন্য অফিশিয়াল সনি পণ্য নিয়ে সনি-র্যাংগস মিরপুর-১ শোরুমের যাত্রা শুরু হয়। আজ নতুন আঙ্গিকে বড় পরিসরে ১ হাজার ৮০০ স্কয়ার ফুট আয়তন নিয়ে র্যাংগস ইলেকট্রনিকস মিরপুর-১ শোরুমের উদ্বোধন করা হয়েছে।
র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের ভাইস-চেয়ারপারসন মিসেস সাচিমি হোসেন এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিস বিনাস হোসেন মিরপুর-১ শোরুম উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা, ক্রেতা ও গণ্যমান্য ব্যক্তিরা।
৪০ বছর ধরে র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সঙ্গে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের ইলেকট্রনিকস পণ্য বাংলাদেশের বাজারে বাজারজাত করে আসছে।