হোম > অর্থনীতি > করপোরেট

‘মিডিয়া অ্যাবি’ অ্যাওয়ার্ড জিতল মাইন্ডশেয়ার বাংলাদেশ

মিডিয়া ও অ্যাডভারটাইজিংয়ের আন্তর্জাতিক পরিসরে এবার আরও একটি দৃষ্টান্ত সৃষ্টি করল মাইন্ডশেয়ার বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অ্যাডভারটাইজিং ফেস্টিভ্যাল ‘গোয়াফেস্ট’-এর ১৫ তম আসরে দেওয়া অ্যাবি অ্যাওয়ার্ডসের ‘ইনোভেটিভ ইউজ অব ইন্টিগ্রেটেড মিডিয়া’ ক্যাটাগরিতে মোট ৬টি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে মাইন্ডশেয়ার। 

মাইন্ডশেয়ার বাংলাদেশের পাওয়া পুরস্কারের মধ্যে আছে ২টি ব্রোঞ্জ,৩টি সিলভার এবং ১টি গোল্ড। ব্রোঞ্জ দুটির একটি এসেছে ‘রিন’ ব্র্যান্ডটির প্যাক রিলঞ্চ ক্যাম্পেইনের জন্য, আর অন্যটি ‘ট্রেসেমি’র জন্য করা ‘ট্রেসেমি ফ্যাশন উইক ২০২০’ ক্যাম্পেইনটির সুবাদে। গ্রামীণফোন-এর জন্য করা ‘এক যোগে এক সঙ্গে’ এবং ‘সাইন ল্যাঙ্গুয়েজ’ ক্যাম্পেইন দুটি ঘরে এনেছে ২টি সিলভার। বাটা’র ‘সারপ্রাইজিংলি বাটা’ ক্যাম্পেইনটি জিতেছে ১টি সিলভার অ্যাওয়ার্ড। আর গোল্ড অ্যাওয়ার্ডটি এসেছে ক্লোজআপ-এর ‘কাছে আসার গল্প’ ক্যাম্পেইনের জন্য।

ভারতীয় অ্যাডভারটাইজিং ইন্ডাস্ট্রির অস্কার হিসেবে খ্যাত এই ‘মিডিয়া অ্যাবি’র এবারকার আসরে ৮টি ‘গোল্ড অ্যাবি’ জিতে নিয়ে পূর্ববর্তী আসরে পাওয়া ‘এজেন্সি অব দ্য ইয়ার’ খেতাবটি আবারও ধরে রেখেছে মাইন্ডশেয়ার। পাশাপাশি দেশের বাইরের এমন আসর থেকে ৬টি অ্যাওয়ার্ডের সম্মান জিতে নেওয়ার বিষয়টি মাইন্ডশেয়ার বাংলাদেশের জন্য আনন্দের ও অনুপ্রেরণার। 

মাইন্ডশেয়ার বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোতে মিডিয়া, অ্যাডভারটাইজিং, ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং সেক্টরে দারুণ কৃতিত্ব দেখিয়ে চলেছে। কঠোর পরিশ্রম, মেধা ও সৃজনশীলতার জন্য এমন স্বীকৃতি পেয়ে মাইন্ডশেয়ার বাংলাদেশ গর্বিত এবং মূল্যবান ক্লায়েন্টদের প্রতি তাদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞ। 

করোনা মহামারির কারণে দুই বছর বিরতির পর, এ বছর আরও বড় পরিসরে গোয়া’র বাম্বোলিমে অবস্থিত গ্র্যান্ড হায়াটে ৫ থেকে ৭ মে অনুষ্ঠিত হয় অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া এবং দ্য অ্যাডভারটাইজিং ক্লাব এর যৌথ উৎসব এই গোয়াফেস্ট। 

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত