রাজধানীর বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে রোটারি ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটি ১৫০ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে ১৫ লক্ষাধিক টাকা সহযোগিতা করেছে।
রোটারি ইন্টারন্যাশনাল জেলা, ৩২৮১ ও ৩২৮২-এর পক্ষ থেকে সংগৃহীত ১৫ লক্ষাধিক টাকা বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের মধ্যে দেওয়া হয়। আগামী দিনেও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়েছে।
রোটারি গভর্নর ইঞ্জি. এম এ ওয়াহাব আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার অর্থ বিতরণ করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক গভর্নর খায়রুল আলম, গভর্নর (নমিনি) হাফিজ ইউ বিপ্লব, জেলা সেক্রেটারি আতিকুর রহমান প্রমুখ।