হোম > অর্থনীতি > করপোরেট

উড়োজাহাজে পাওয়ার ব্যাংক ব্যবহার নিষিদ্ধ করল বিমান

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। ফাইল ছবি

ফ্লাইটের নিরাপত্তা নিশ্চিত করতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস নতুন নির্দেশনা জারি করেছে। এয়ারলাইনসটি জানিয়েছে, ভ্রমণের সময় যাত্রীরা উড়োজাহাজের অনবোর্ড ইউএসবি পোর্ট ব্যবহার করে পাওয়ার ব্যাংক চার্জ করতে পারবেন না, পাশাপাশি ব্যক্তিগত ডিভাইস চার্জের জন্য পাওয়ার ব্যাংক ব্যবহার করাও নিষিদ্ধ।

বিমানের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আয়াটা)-এর ‘বিপজ্জনক পণ্যবাহী নীতিমালা’ অনুযায়ী লিথিয়াম ব্যাটারি চালিত পাওয়ার ব্যাংকগুলো বিশেষভাবে সংবেদনশীল, যা নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণেই বিমানে এটির ব্যবহার সীমিত করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তাই এই নীতিমালা বাস্তবায়নে সব যাত্রীর সহযোগিতা কামনা করা হয়েছে।

এয়ারলাইনসটি যাত্রীদের অনুরোধ করেছে, তারা যেন উড়োজাহাজে ওঠার আগে এই নীতিমালা সম্পর্কে সচেতন থাকেন এবং নির্ধারিত বিধিনিষেধ মেনে চলেন।

উল্লেখ্য, বিমানের মতোই আরও কিছু আন্তর্জাতিক এয়ারলাইনস এই বিধিনিষেধ কার্যকর করছে। থাই এয়ারওয়েজ ১৫ মার্চ থেকে একই সিদ্ধান্ত কার্যকর করেছে, আর সিঙ্গাপুর এয়ারলাইনস এটি ১ এপ্রিল থেকে বাস্তবায়ন করবে। নিরাপত্তাজনিত ঝুঁকি কমাতে বিশ্বের বিভিন্ন এয়ারলাইনস লিথিয়াম ব্যাটারি সংক্রান্ত কঠোর নীতি অনুসরণ করছে।

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. নূর মোহাম্মদ

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ফুডি

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক