হোম > অর্থনীতি > করপোরেট

সনির পণ্য পাওয়া যাবে ট্রান্সকম ডিজিটালের সব আউটলেটে 

বিশ্ববিখ্যাত জাপানি ব্র্যান্ড ‘সনি’র পণ্য এখন থেকে বাংলাদেশের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর র‍্যাংগস ইলেকট্রনিকসের শো রুমের পাশাপাশি এখন দেশের সব ট্রান্সকম ডিজিটাল আউটলেটে পাওয়া যাবে। উভয় প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর উপলক্ষে ট্রান্সকম ডিজিটালের গুলশান-১ আউটলেটে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের জেনারেল ম্যানেজার মোহাম্মদ জানে আলম এবং ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেডের হেড অব বিজনেস জনাব রিতেশ রঞ্জনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের জেনারেল ম্যানেজার মোহাম্মদ জানে আলম বলেন, ‘মানে আপসহীন ও ক্রেতার চাহিদার শীর্ষে থাকা সনির পণ্য ক্রেতাদের জন্য আরও সহজলভ্য করতে র‍্যাংগস ইলেকট্রনিকসের পাশাপাশি এখন ট্রান্সকম ডিজিটালের শো রুমেও পাওয়া যাবে।’

এর ফলে ট্রান্সকম ডিজিটালের শো রুমে আনুষ্ঠানিকভাবে অফিশিয়াল সনি ব্রাভিয়া এলইডি টিভির বিক্রি শুরু হলো। এখন থেকে ট্রান্সকমের শো রুমগুলোতে ৪৩ ইঞ্চি থেকে ৮৫ ইঞ্চি পর্যন্ত সাইজের টিভি পাওয়া যাবে। সনি ব্রাভিয়া এলইডি টিভিতে থাকছে Ges-এর দৃষ্টিনন্দন পিকচার প্রসেসিং টেকনোলজি 4K Processor X1 ™,4K X-Reality™ PRO, TRILUMINOS Display Ges Narrow Bezel যা টিভি দেখার আনন্দকে দেবে অনন্য এক মাত্রা।

এ ছাড়া সনির অ্যান্ড্রয়েড ও গুগল টিভিতে অন্যান্য সুবিধার সঙ্গে আরও থাকছে পার্সোনালাইজড কনটেন্ট, গুগল অ্যাসিস্ট্যান্ট এবং গুগল প্লে স্টোর, যার মাধ্যমে ইউটিউব, নেটফ্লিক্স, আমাজন ভিডিওর মতো কয়েক হাজার অ্যাপস ডাউনলোড ও ব্যবহার করা যাবে।

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ