হোম > অর্থনীতি > করপোরেট

ঝিনাইদহে কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিল ইউসিবি

কৃষি খাতে সহায়তা দেওয়ার জন্য অ্যাগ্রো-সিএসআর ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের উদ্যোগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঝিনাইদহে বিভিন্ন কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে। আজ সোমবার জেলার জেহান গ্রিন ভ্যালি পার্ক মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মসূচি হয়। এতে জেলার ছয় উপজেলার প্রায় ১৮৫ জন কৃষি উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এ টি এম তাহমিদুজ্জামান বলেন, ‘জিডিপিতে কৃষি খাতের অবদান প্রায় ১৪ দশমিক ২৩ শতাংশ। মোট শ্রমশক্তির শতকরা ৪০ ভাগ এখনো কৃষির ওপর নির্ভরশীল। খাদ্য, পুষ্টি ও শিল্পের কাঁচামালের প্রধান উৎসও কৃষি। দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান ও রপ্তানি বাণিজ্যের সঙ্গে কৃষি ওতপ্রোতভাবে জড়িত। কৃষিকে কেন্দ্র করেই দেশের ব্যবসা-বাণিজ্য, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। আমরা চাই বাণিজ্যিক কৃষির বিকাশে ভূমিকা পালন করতে। এ জন্য কৃষি উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে চাই।’

উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক ও কৃষিতথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক, ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম ভুঁইয়া, মো. ফারুক আহমেদ, জেলা শাখার ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান প্রমুখ।

এ ছাড়া গতকাল মাগুরা রয়েল কমিউনিটি সেন্টারে জেলার চারটি উপজেলার প্রায় ১৩৫ জন কৃষি উদ্যোক্তাকে নিয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান কার্যালয়ের কর্মকর্তারা ছাড়াও বক্তব্য দেন ইউসিবি খুলনা অঞ্চলের প্রধান মোল্লা মাসুদ পারভেজ, আড়পাড়া শাখার ব্যবস্থাপক এ কে এম ওয়াহিদুল ইসলাম এবং মাগুরা শাখার ব্যবস্থাপক মো. আরিফুজ্জামান। প্রশিক্ষণে সহজ শর্তে কৃষিঋণ বিতরণ ও কৃষি প্রণোদনা সহায়তা দেওয়ার পথপদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।

ভরসার নতুন জানালা নামক কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলায় নির্বাচিত প্রায় ১৬ হাজার কৃষি উদ্যোক্তাকে নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে ৪১টি জেলায় প্রায় ১০ হাজার কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এসব প্রশিক্ষণে সহজ শর্তে কৃষিঋণ বিতরণ ও কৃষি প্রণোদনা সহায়তা দেওয়ার পথপদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া উন্নত ও সমৃদ্ধ কৃষির বিকাশে সহজ শর্তে ও মানবিক অর্থায়নের সুযোগ সম্প্রসারিত করার উপায় নিয়েও আলোচনা করা হয়।

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত