হোম > অর্থনীতি > করপোরেট

কমিউনিটি ব্যাংকের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নগদ লভ্যাংশ ঘোষণা

বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৮ মে) পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান বাহারুল আলম বিপিএম। সভায় ব্যাংকের ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ প্রদানের অনুমোদন দেওয়া হয়।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান বাহারুল আলম বিপিএম শেয়ারহোল্ডারদের উদ্দেশে বলেন, ‘কমিউনিটি ব্যাংক শুধু পুলিশের ব্যাংক নয়, এটি সাধারণ জনগণের ব্যাংক।’ তিনি আশা প্রকাশ করেন, কমিউনিটিভিত্তিক প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের জন্য উদ্ভাবনী ও যুগোপযোগী স্মার্ট ব্যাংকিং সেবা চালুর মাধ্যমে কমিউনিটি ব্যাংকের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, কমিউনিটি ব্যাংক প্রতিটি শাখা-উপশাখায় পুলিশ সদস্যদের জন্য নির্ধারিত সার্ভিস ডেস্কের মাধ্যমে বিশেষায়িত সেবা প্রদান, প্রান্তিক গ্রাহকদের জন্য প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবার প্রচলন এবং আরও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে ব্যাংকের মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে অধিকতর নজর রাখবে।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি (অ্যাডমিন) মো. মতিউর রহমান শেখ, র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বিপিএম, পিপিএম, এনডিসি, পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর আবু হাসান মুহাম্মদ তারিক বিপিএম, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি গোলাম রসুল, অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট) মো. তওফিক মাহবুব চৌধুরী বিপিএম, ডিআইজি (অ্যাডমিন), পুলিশ হেডকোয়ার্টার্স কাজী মো. ফজলুল করিম বিপিএম (সেবা), ডিআইজি (এসপিবিএন) ড. শোয়েব রিয়াজ আলম বিপিএম (সেবা), ডিআইজি (পুলিশ টেলিকম) মো. আমিনুল ইসলাম বিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (হাইওয়ে পুলিশ) মুনতাসিরুল ইসলাম পিপিএম, অতিরিক্ত ডিআইজি (যুগ্ম কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ) সুফিয়ান আহমেদ, অতিরিক্ত ডিআইজি, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট আহমদ মুইদ বিপিএম (সেবা), ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ ও প্রেসিডেন্ট, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন কামরুল হাসান তালুকদার, স্বতন্ত্র পরিচালক মাসুদ খান এফসিএ, এফসিএমএ, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদাত এবং কোম্পানির সচিব সাইফুর আলম এফসিএস।

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ