চট্টগ্রামের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ও স্বল্প মুনাফায় ঋণ দেওয়ার লক্ষ্যে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, এসএমই ফাউন্ডেশন ও চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিডব্লিউসিসিআই) মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। এসএমই ফাউন্ডেশনের অ্যাসোসিয়েশন বেজড ক্রেডিট ডিসবার্সমেন্ট (এবিসিডি) প্রোগ্রামের অধীনে এ সমঝোতা স্মারক সই হয়।
আজ শনিবার চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার কে. এম. আওলাদ হোসেন, এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মো. নাজিম হাসান সাত্তার ও চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট আয়েশা ফারহা চৌধুরী পরষ্পরের মাঝে সমঝোতা স্মারক হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম (সিআইপি)। এসএমএই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মাসুদুর রহমান এবং চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনোয়ারা হাকিম আলী।