হোম > অর্থনীতি > করপোরেট

ঢাকায় শুরু হচ্ছে কসক্যাপ-এসএর ৩০তম স্টিয়ারিং কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী মঙ্গলবার (২৪ জানুয়ারি) ঢাকায় শুরু হচ্ছে কো-অপারেটিভ ডেভেলপমেন্ট অব অপারেশনাল অ্যান্ড সেফটি কন্টিনিউইং এয়ারওর্থিনেস প্রোগ্রাম-সাউথ এশিয়ার (কসক্যাপ-এসএ) স্টিয়ারিং কমিটির ৩০তম সভা। ঢাকার লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হতে যাওয়া এ সভা চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। 

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) উপপরিচালক মোহাম্মদ সোহেল কামরুজ্জামান আজ রোববার এক বিজ্ঞপ্তিতে জানান, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিসহ এভিয়েশন সেফটি ও এয়ারওর্থিনেস-সংক্রান্ত কারিগরি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ আসন্ন কসক্যাপ-এসএর ৩০তম স্টিয়ারিং কমিটির সভার উদ্দেশ্য। সভায় বাংলাদেশ, ভারত, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান সদস্যরাষ্ট্র হিসেবে অংশ নেবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কসক্যাপ-এসএ সদস্য দেশগুলো ছাড়াও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ), ইইউ, ট্রান্সপোট-কানাডা, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ–ফ্রান্স, বোয়িং, ইএএসএ, আইএটিএ, আইএফএএলপিএসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। 

প্রসঙ্গত, গত বছরের মার্চ মাসে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় কসক্যাপ-এসএর স্টিয়ারিং কমিটির ২৯তম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেন। সভার প্রথম দিনে বেবিচকের কার্যক্রম, সংস্কারসমূহ এবং ভবিষ্যৎ পরিকল্পনা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিশদভাবে তুলে ধরা হয়। 

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

কক্সবাজারে এমজিআইয়ের বার্ষিক সেলস কনফারেন্স

ষষ্ঠবারের মতো এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ডিবিএল গ্রুপ

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. নূর মোহাম্মদ

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ফুডি

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা