নারীদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য নারী উদ্যোক্তাদের মধ্যে নিজস্ব তত্ত্বাবধানে স্মার্টকার্ডের মাধ্যমে ঋণ বিতরণ করেছে এবি ব্যাংক লিমিটেড। সম্প্রতি এই ঋণ বিতরণ করা হয়।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল অংশ নেন। এ ছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলের নারী উদ্যোক্তারাসহ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা উপস্থিতি ছিলেন।
ঋণ বিতরণ অনুষ্ঠানে এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল বলেন, ‘মানবতা, সফল নেতৃত্ব আর উন্নয়নের প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কর্মসূচি থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধা।’