হোম > অর্থনীতি > করপোরেট

বাংলাদেশে ‘আন্তর্জাতিক উদ্যোক্তা বিশ্বকাপ’ উদ্বোধন

বিজ্ঞপ্তি

এন্ট্রাপ্রেনিউরশিপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ২০২৫ উপলক্ষে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বক্তব্য দেন গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ নেটওয়ার্ক (GEN) বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খান।

নতুন উদ্যোক্তাদের আইডিয়া তুলে ধরা, গ্লোবাল বিনিয়োগকারী ও মেন্টরদের সঙ্গে নেটওয়ার্কিং স্থাপন এবং বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে বিশ্বমানে পরিচিত করার লক্ষ্যে এন্ট্রাপ্রেনিউরশিপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ২০২৫-এর (EWC Bangladesh 2025) আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) ড্যাফোডিল প্লাজা, ধানমন্ডিতে এক জমকালো ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের মাধ্যমে এর যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ নেটওয়ার্ক (GEN) বাংলাদেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ নেটওয়ার্ক (GEN) বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খান। এন্ট্রাপ্রেনিউরশিপ ওয়ার্ল্ড কাপ (EWC) বিশ্বের অন্যতম বৃহৎ স্টার্টআপ পিচিং প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীরা তাঁদের উদ্ভাবনী ধারণা ও ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করে তিন মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পুরস্কার এবং বিনিয়োগ সুবিধা জয়ের সুযোগ পায়। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে আইডিয়া স্টেজ, আরলি স্টেজ এবং গ্রোথ স্টেজ—এই তিনটি ক্যাটাগরিতে স্টার্টআপদের নির্বাচন করা হবে।

গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ নেটওয়ার্ক (GEN) বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, ‘উদ্ভাবনই আগামী দিনের বাংলাদেশ গড়বে। আর এন্ট্রাপ্রেনিউরশিপ ওয়ার্ল্ড কাপ হলো সেই স্বপ্নকে বাস্তবায়নের প্রথম ধাপ।’

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই বিশ্বকাপ বাংলাদেশি স্টার্টআপ ইকোসিস্টেমের জন্য একটি বিশাল সুযোগ, যেখানে উদ্যোক্তারা বিশ্বব্যাপী বিনিয়োগকারী, পরামর্শক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে।

গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ নেটওয়ার্ক (GEN) বাংলাদেশ, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড, নলেজ ভেইল এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন এবং উদ্যোক্তা বিভাগ এই আয়োজনের জাতীয় আয়োজক হিসেবে যুক্ত রয়েছে। এ ছাড়া, Microsoft, NEOM এবং Monshaat-সহ অন্যান্য আন্তর্জাতিক অংশীদার প্রতিষ্ঠানের সমর্থন রয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান, ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মাকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত হোসেন ও কে এম হাসান রিপন, ম্যানেজিং ডিরেক্টর (জেন বাংলাদেশ) এ সময় উপস্থিত ছিলেন GEN বাংলাদেশের সম্মানিত বোর্ড সদস্যবৃন্দ, অংশীদার প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি, স্টার্টআপ উদ্যোক্তারা এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা।

আলোচনায় অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে সচেতনতামূলক ক্যাম্পেইন, সেমিনার এবং ওয়ার্কশপ আয়োজনের মাধ্যমে স্টার্টআপ চর্চা বাড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে EWC ২০২৫-এর রেজিস্ট্রেশন এবং অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়।

আরও তথ্য ও রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন: www.genglobal.org/ewc। বাংলাদেশি অংশগ্রহণকারীরা নিম্নোক্ত ই-মেইল যোগাযোগ করতে পরেবে: kmripon@genglobal.org

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ