হোম > অর্থনীতি > করপোরেট

বিজয় দিবসে হোটেল লো মেরিডেয়ানে ছবি আঁকল শিশু-‍কিশোরেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিজয় দিবস উপলক্ষে শিশুদের জন্য ‘জয়ধ্বনি’ শীর্ষক বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়ে গেল ঢাকার পাঁচ তারকা হোটেল লো মেরিডিয়ানে। লো মেরিডিয়ান আয়োজিত এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয় ছিল বাংলাদেশের সৃজনশীল মানচিত্র অথবা পটচিত্র-বাঘ, শাপলা, দোয়েল, ইলিশ, কাঁঠাল এবং বাংলাদেশের পতাকা।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১০ থেকে ১৫ বছর বয়সী মোট ৭১ জন শিশু অংশ নেয়। বিজয়ী পাঁচজনকে দেওয়া হয় মেডেল ও সার্টিফিকেট।

এ ছাড়া প্রতিযোগিতার প্রথম পুরস্কার হিসেবে থাকছে লো মেরিডিয়ানে কমপ্লিমেন্টারি ডিলাক্স রুমসহ নাশতা ও রাতের খাবার। দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে নিঃস্বর্গ হোটেলে অ্যান্ড রিসোর্টে দুই রাত কম্প্লিমেন্টারি রুম ও সকালের নাশতা এবং তিনজনের জন্য ঢাকা-কক্সবাজার বিমান টিকিট। তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্ট ও স্পায়ে একটি কম্প্লিমেন্টারি রুমসহ সকালের নাশতা। চতুর্থ পুরস্কার হিসেবে থাকছে বার্ডস আই হেলিকপ্টার এবং এয়ার সার্ভিসেস থেকে হেলিকপ্টারে তিনজনের জন্য রাইড। পঞ্চম পুরস্কার হিসেবে থাকছে গ্রিন ভিউ রিসোর্ট এবং কনভেনশন সেন্টারে একটি কম্প্লিমেন্টারি রুমসহ সকালের নাশতা।

বার্জার পেইন্টসের পরিবেশনায় অনুষ্ঠানে সহযোগী হিসেবে ছিল ওয়াটার লিলি চাইল্ড আর্ট অ্যান্ড ক্র্যাফট।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় মিউজিক্যাল কনসার্টের মাধ্যমে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের সূচনা হয়। জাতীয় সংগীতের সুরে উপস্থিত সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন শহীদদের। মিউজিক্যাল কনসার্টে অংশ নেয় ব্যান্ড দল আর্টসেল, শিরোনামহীন এবং চিঠিপথ দ্যা ফোক। বিজয়ের গানে নৃত্য পরিবেশন করে আলিফিয়া স্কোয়াড।

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত