ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবং স্মল ওয়ার্ল্ড ফিন্যান্স সার্ভিসেস গ্রুপ লিমিটেডের মধ্যে রেমিট্যান্স পরিষেবা নিয়ে চুক্তি সই হয়েছে। আজ মঙ্গলবার ইউসিবির প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী এবং স্মল ওয়ার্ল্ডের গ্রুপ সিইও খালিদ ফেল্লাহী এই চুক্তিতে সই করেন।
স্মল ওয়ার্ল্ড হচ্ছে অর্থ স্থানান্তর পরিষেবা দেওয়া নেতৃস্থানীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এটি ১৯০টি দেশে ১০ হাজার এজেন্ট ও ৮০টি কেন্দ্রের মাধ্যমে ৩০ লাখেরও বেশি গ্রাহককে সেবা দিচ্ছে।
প্রিয়জনকে নিরাপদে এবং সহজে টাকা পাঠাতে স্মল ওয়ার্ল্ড বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের কাছে একটি বিশ্বস্ত ও পছন্দের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
রেমিট্যান্স পরিষেবা-সংক্রান্ত ওই চুক্তি সই অনুষ্ঠানে স্মল ওয়ার্ল্ডের উত্তর ইউরোপ, আফ্রিকা ও এশিয়া অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক স্ট্যানলি ওয়াচস, বাংলাদেশের গ্রুপ করিডোর অ্যাম্বাসেডর মোহাম্মদ আতিকুর রহমান, ইউসিবির পক্ষ থেকে এএমডি ও সিআরও সৈয়দ ফরিদুল ইসলাম, এএমডি আবুল আলম ফেরদৌস, ডিএমডি ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান, ইভিপি মমতাজ আহমেদ, ভিপি মোহাম্মদ আমিনুল ইসলামসহ উভয় সংস্থার বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।