জাপানের বিখ্যাত ইয়ানমার কম্বাইন হারভেস্টর বাংলাদেশের বাজারে নিয়ে এসে দেশের কৃষি খাতে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে এসিআই মটরস। শুধু তাই নয়, ধান ও গম কাটার মৌসুমে সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার মাধ্যমে কৃষকদের মাঝে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে এসিআই মটরস।
আগামী মঙ্গলবার থেকে মেহেরপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, গোপালগঞ্জসহ আরও বেশ কয়েকটি জেলায় গম কাটা শুরু হবে। মৌসুম চলাকালীন সময় ইয়ানমার কম্বাইন হারভেস্টরের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে মেহেরপুরের গাংনীতে মেগা সার্ভিস ক্যাম্পেইনের আয়োজন করেছে এসিআই মটরস।
এ উপলক্ষে আজ রোববার মেহেরপুর জেলার গাংনীতে এক জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে এসিআই মটরস। অনুষ্ঠানে মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও এসিআই মটরসের সেলস ও সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাসব্যাপী এই সার্ভিস ক্যাম্পেইন আজ রোববার থেকে শুরু হয়েছে। এটি চলবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। এই ক্যাম্পেইনের আওতায় ২৫ জন সার্ভিস এক্সপার্টের একটি টিম সব সময় নিয়োজিত থাকবে, যারা মোটরসাইকেলের মাধ্যমে কাস্টমারদের সেবা নিশ্চিত করবে। এ ছাড়া হারভেস্টরের জন্য প্রয়োজনীয় সকল স্পেয়ার পার্টস, কৃষকদের জন্য পানি ও নাশতা এবং মেডিকেল চেক-আপের ব্যবস্থা করা হয়েছে। স্পেয়ার পার্টস ও সার্ভিস প্রদানকে ত্বরান্বিত করতে এসিআই মটরসের আরও রয়েছে ইয়ানমার সার্ভিস ভ্যান।
উল্লেখ্য, ধান ও গম কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী করার সবচেয়ে আধুনিক যন্ত্র ইয়ানমার কম্বাইন হারভেস্টর।