হোম > অর্থনীতি > করপোরেট

৪ বছর পর চাকরিচ্যুতির আদেশ প্রত্যাহার, বিমানে ফিরলেন ক্যাপ্টেন মাহবুব

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জ্যেষ্ঠ পাইলট ক্যাপ্টেন মাহবুবুর রহমান। ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জ্যেষ্ঠ পাইলট ক্যাপ্টেন মাহবুবুর রহমান দীর্ঘ সংগ্রামের পর অবশেষে চাকরিতে পুনর্বহাল হয়েছেন। বাংলাদেশ এয়ারলাইনস পাইলটস অ্যাসোসিয়েশনের (বাপা) সাবেক সভাপতি ক্যাপ্টেন মাহবুবকে ২০২১ সালে কোনো ব্যাখ্যা ছাড়াই চাকরিচ্যুত করা হয়।

গতকাল সোমবার এক বিবৃতিতে বাপা জানিয়েছে, বেতন বৈষম্যের বিরুদ্ধে বৈধ আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর ক্যাপ্টেন মাহবুবকে অন্যায্যভাবে বরখাস্ত করা হয়। অথচ এই আন্দোলনের ফলেই সব পাইলট তাদের ন্যায্য পাওনা বুঝে পেয়েছিলেন।

সংগঠনটি বলছে, এটি শ্রম আইন ও সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।

চাকরিতে পুনর্বহাল হয়ে ক্যাপ্টেন মাহবুব আজকের পত্রিকাকে বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এই অবিচারের বিরুদ্ধে লড়াই করেছি। আজ বিমানের এই সিদ্ধান্ত ন্যায়বিচারের পথে একটি বড় অগ্রগতি। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোর্ড ও কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। এটি শুধু আমার জন্য নয়, বরং শ্রম আইনের প্রতি সম্মান প্রদর্শন ও পুরো বিমান শিল্পের জন্য একটি দৃষ্টান্ত।’

বাপার বিবৃতিতে আরও বলা হয়, বিমান কর্তৃপক্ষ তাঁর চাকরির পূর্ণ মেয়াদকাল ও জ্যেষ্ঠতা স্বীকৃতি দিয়েছে, যা ন্যায়বিচারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাপা বিমান পরিচালনা পর্ষদ ও কর্তৃপক্ষকে এই ন্যায়সংগত সিদ্ধান্ত গ্রহণের জন্য ধন্যবাদ জানিয়েছে।

বিবৃতিতে সংগঠনটি উল্লেখ করে, ‘যদিও দেরি হয়েছে, তাঁর পুনর্বহাল হওয়া প্রশংসনীয়। এখন আশা করা যায়, বিমান তাঁর বকেয়া বেতনের বিষয়টিও সমাধান করবে এবং চাকরিচ্যুতির সময়কালের সম্পূর্ণ পাওনা পরিশোধ নিশ্চিত করবে।’

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ