হোম > অর্থনীতি > করপোরেট

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

বিজ্ঞপ্তি

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর। ছবি: সংগৃহীত

কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এবং দ্য সাবকাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রি, চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের (সিসিপিআইটি টেক্স চায়না) যৌথ আয়োজনে অনুষ্ঠিত চার দিনব্যাপী ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৫-উইনটার এডিশন শেষ হয়েছে। একই সঙ্গে শেষ হয়েছে ৭ম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৫। গত ১৫-১৮ জানুয়ারি এই দুই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

গত ১৫ জানুয়ারি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) রাজদর্শন হলে প্রদর্শনী দুটির উদ্বোধন করা হয়। পাশাপাশি, প্রদর্শনী চলাকালীন চারটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়।

উদ্বোধনের দিন বেলা ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জিসিএল ইন্টারন্যাশনাল লিমিটেডের সহ-আয়োজনে ‘মাস্টারিং কমপ্লায়েন্স: ইনসাইটস অ্যান্ড স্ট্র্যাটেজিস ফর সোর্সিং অ্যান্ড সেলস লিডারস ইন রেস্পন্সিবল টেক্সটাইলস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

গত ১৬ জানুয়ারি বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটির সহ-আয়োজনে ‘ড্রাইভিং টেক্সটাইল কমপিটিটিভনেস: সাপ্লাই চেইন্স অ্যাজ দ্য গেম চেঞ্জার’ শীর্ষক সেমিনার এবং বেলা আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত নেক্সাস টেলিভিশনের সহ-আয়োজনে ‘ফ্রম ফেব্রিকস টু ফ্যাশন: দ্য কম্পিটেটিভ এডজ অব গ্লোবাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ শীর্ষক সেমিনার এবং ১৭ জানুয়ারি বেলা সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দ্য ডেইলি সানের সহ-আয়োজনে ‘স্ট্রেন্থেনিং লোকাল-গ্লোবাল সিনার্জিজস ইন ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক ট্রেড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, এই দুই প্রদর্শনীতে গতবারের চেয়ে প্রায় ৩০ শতাংশ বেশি দর্শনার্থী এসেছেন যা বি-টু-বি প্রদর্শনীর জন্য একটি মাইলফলক।

বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক টেক্সটাইল এবং পোশাকশিল্প সংশ্লিষ্টদের অংশগ্রহণে গত ১৫-১৮ জানুয়ারি চার দিনব্যাপী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ দুই আন্তর্জাতিক প্রদর্শনী চলে। প্রদর্শনী দুটিতে ৬৫০টির বেশি বুথ নিয়ে ১৫টিরও অধিক দেশের প্রায় ৩২৫টি কোম্পানি অংশগ্রহণ করে।

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ