হোম > অর্থনীতি

দরিদ্রের আমানত কমেছে ৪৩৮ কোটি টাকা

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

১০, ৫০ ও ১০০ টাকার ব্যাংক হিসাবকে বলা হয় নো-ফ্রিলস অ্যাকাউন্ট (এনএফএ)। এই ব্যাংকিং সুবিধাভোগীর মধ্যে আছেন কৃষক, পোশাকশ্রমিক, অতি দরিদ্র, সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধাভোগীসহ অনেকে। তিন মাসে এসব হিসাবের সংখ্যা বেড়েছে লাখের কাছাকাছি। তবে আমানতের পরিমাণ কমেছে প্রায় ১০ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

তথ্যমতে, ২০২৪ সালের জুন শেষে ১০, ৫০ ও ১০০ টাকা দিয়ে খোলা স্বল্প আয়ের মানুষের ব্যাংক হিসাবে আমানতের পরিমাণ ছিল ৪ হাজার ৭২১ কোটি ৬০ লাখ টাকা, যা সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ৪ হাজার ২৮২ কোটি ৬১ লাখ টাকা। অর্থাৎ, তিন মাসে আমানত কমেছে ৪৩৮ কোটি ৯৯ লাখ টাকা বা ৯ দশমিক ৩০ শতাংশ।

চলতি বছরের জুন শেষে ব্যাংকগুলোতে নো-ফ্রিল অ্যাকাউন্টের সংখ্যা ছিল ২ কোটি ৭৭ লাখ ৭৭ হাজার ৪৪৮টি, যা সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ২ কোটি ৭৮ লাখ ৭১ হাজার ৮৭৮টি। অর্থাৎ, তিন মাসে এসব অ্যাকাউন্ট সংখ্যা বেড়েছে ৯৪ হাজার ৪৩০টি বা শূন্য দশমিক শূন্য ৩৪ শতাংশ।

২০২৪ সালের জুন শেষে ১০, ৫০ ও ১০০ টাকার হিসাবধারীদের ২০০ কোটি ও ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম থেকে ঋণ নেয়ার পরিমাণ ছিল ৭৭৯ কোটি ২৩ লাখ টাকা, যা সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ৮১৫ কোটি ৭৭ লাখ টাকা। অর্থাৎ, ঋণ নেওয়ার পরিমাণ বেড়েছে ৩৬ কোটি টাকা।

এনএসইজেডে ৮০ কোটি টাকা বিনিয়োগ করবে জ্যান্ট অ্যাকসেসরিজ

দারিদ্র্য আরও বেড়েছে উন্নয়নশীল বিশ্বের এক–চতুর্থাংশ দেশে

নতুন আইপিও রুলসে স্বচ্ছ ও ভালো প্রাইসিং নিশ্চিত হবে: বিএসইসি

ট্রাম্পের বিপুল শুল্কের পরও রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্ত চীনের

সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স আর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না, বিধিমালা জারি

এস আলম-নাভানার বিলাসবহুল বাস চুক্তি: ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি

কিশোরগঞ্জ বিসিক: প্লট বরাদ্দ হলেও শিল্পের দেখা নেই ৩৮ বছরে

ইরান সংকটে তেলের দাম বেড়েছে ১.৭%

অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি দ্বিগুণ

বিদায়ী বছরে সোনালী ব্যাংকের রেকর্ড মুনাফা