হোম > অর্থনীতি

দরিদ্রের আমানত কমেছে ৪৩৮ কোটি টাকা

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

১০, ৫০ ও ১০০ টাকার ব্যাংক হিসাবকে বলা হয় নো-ফ্রিলস অ্যাকাউন্ট (এনএফএ)। এই ব্যাংকিং সুবিধাভোগীর মধ্যে আছেন কৃষক, পোশাকশ্রমিক, অতি দরিদ্র, সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধাভোগীসহ অনেকে। তিন মাসে এসব হিসাবের সংখ্যা বেড়েছে লাখের কাছাকাছি। তবে আমানতের পরিমাণ কমেছে প্রায় ১০ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

তথ্যমতে, ২০২৪ সালের জুন শেষে ১০, ৫০ ও ১০০ টাকা দিয়ে খোলা স্বল্প আয়ের মানুষের ব্যাংক হিসাবে আমানতের পরিমাণ ছিল ৪ হাজার ৭২১ কোটি ৬০ লাখ টাকা, যা সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ৪ হাজার ২৮২ কোটি ৬১ লাখ টাকা। অর্থাৎ, তিন মাসে আমানত কমেছে ৪৩৮ কোটি ৯৯ লাখ টাকা বা ৯ দশমিক ৩০ শতাংশ।

চলতি বছরের জুন শেষে ব্যাংকগুলোতে নো-ফ্রিল অ্যাকাউন্টের সংখ্যা ছিল ২ কোটি ৭৭ লাখ ৭৭ হাজার ৪৪৮টি, যা সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ২ কোটি ৭৮ লাখ ৭১ হাজার ৮৭৮টি। অর্থাৎ, তিন মাসে এসব অ্যাকাউন্ট সংখ্যা বেড়েছে ৯৪ হাজার ৪৩০টি বা শূন্য দশমিক শূন্য ৩৪ শতাংশ।

২০২৪ সালের জুন শেষে ১০, ৫০ ও ১০০ টাকার হিসাবধারীদের ২০০ কোটি ও ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম থেকে ঋণ নেয়ার পরিমাণ ছিল ৭৭৯ কোটি ২৩ লাখ টাকা, যা সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ৮১৫ কোটি ৭৭ লাখ টাকা। অর্থাৎ, ঋণ নেওয়ার পরিমাণ বেড়েছে ৩৬ কোটি টাকা।

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প