ঢাকা: মহামারির মধ্যে বিশ্বের অনেক দেশই বড় ঘাটতির বাজেট দিচ্ছে। বহু দেশের অর্থনীতির লন্ডভন্ড অবস্থা। সেই তুলনায় বাংলাদেশের অর্থনীতির অবস্থা অনেকখানি ভালো বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী বলেছেন, করোনার ভয়াবহ ছোবলে সারা বিশ্বের অর্থনীতি পাল্টে গেছে। বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা লন্ডভন্ড হয়ে গেছে। বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিতে যখন পরিস্থিতি এমন করুণ, সে অবস্থায়ও বাংলাদেশের অর্থনীতিতে অতটা খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়নি।
আজ মঙ্গলবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে বাজেটের ওপর সমাপনী বক্তৃতায় অর্থমন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশ করোনার কারণে ঘাটতি বাজেট প্রণয়নের পথ বেছে নিয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ এ বছর বাজেট ঘাটতি নির্ধারণ করেছে ৬ দশমিক ২ শতাংশ। অথচ সারা বিশ্বে অর্থনীতিতে ঘাটতি বাজেটের গড় হার ৪১ দশমিক ০৫ শতাংশ।
করোনার মোকাবিলা করে মানুষ আবার ঘুরে দাঁড়াবে—প্রত্যাশা ব্যক্ত করে অর্থমন্ত্রী বলেন, ‘মানবতার জয় হোক। আমরা যেতে চাই বহুদূর।’ তিনি বলেন, করোনার কারণে বিশ্বের অর্থনীতির চিত্র পাল্টে গেছে। বাংলাদেশের অর্থনীতির প্রশংসা করছে বিভিন্ন দেশ। এমনকি পাকিস্তানও বাংলাদেশের অর্থনীতির প্রশংসা করছে।
বাজেট আলোচনার মাধ্যমে জাতীয় সংসদের এই অধিবেশনে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাস হবে ৩০ জুন। ৩ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।