হোম > অর্থনীতি

আলু-পেঁয়াজ-ডিমের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা-অধিকারের অভিযানকে সাধুবাদ জানাল ক্যাব

নিজস্ব প্রতিবেদক ঢাকা

আলু, পেঁয়াজ ও ডিমের বাজার নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানকে স্বাগত জানিয়েছে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। 

আজ রোববার ক্যাবের তথ্য কর্মকর্তা আনোয়ার পারভেজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক তিনটি পণ্য আলু, পেয়াঁজ ও ডিম সরকার নির্ধারিত মূল্যে আনার জন্য জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানকে ক্যাবের পক্ষ থেকে সাধুবাদ।’ 

সরকার কর্তৃক নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি হওয়ায় গতকাল শনিবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান মুন্সিগঞ্জে আলুর হিমাগারে অভিযান চালান। এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. আবু জাফর ও পুলিশ সুপার মো. আসলাম খান। 

মুন্সিগঞ্জে হিমাগারে ১০ হাজার বস্তা আলু সংরক্ষণ করেন এক ব্যবসায়ী। আলু ব্যবসায়ীর কথায় অসংহতি থাকায় এবং পাকা রসিদ ছাড়া আলু বিক্রি করায় তাঁর ১০ হাজার বস্তা আলু জব্দ করা হয় এবং ২৭ টাকা মূল্যে বিক্রি করার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়। 

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘দেশে আলুর কোনো ঘাটতি নেই। একটি অদৃশ্য হাত আলুর বাজারকে অস্থির করে তোলার চেষ্টা করছেন।’ 

সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে না আসা পর্যন্ত অভিযান অব্যাহত রাখতে ক্যাবের পক্ষ থেকে দাবি জানানো হয় বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন:

ইবিএলের ‘এক্সিলেন্স ইন বিজনেস অ্যাওয়ার্ড’ পেল ফার্স্টট্রিপ

পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. নূর মোহাম্মদ

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ফুডি

একনেকে ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

কুয়েতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করবে চীন, ৪.১ বিলিয়ন ডলারের চুক্তি

বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় সোনার দাম

আইভাসের নাম বদলে হলো ‘ই-ভ্যাট সিস্টেম’

আমানতের টাকা ফেরত না দিলে সপরিবারে বিষ খেয়ে মারা যাব: এক্সিম ব্যাংকের গ্রাহক

বিবিএসের জরিপ: দেশে পেঁয়াজ, ভুট্টা, সরিষা ও সবজির উৎপাদন বেড়েছে

আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নামার আশা সরকারের