হোম > অর্থনীতি

আজকের মুদ্রা বিনিময় হার: ২৭ জুলাই, ২০২৫

আজকের পত্রিকা ডেস্ক­

টাকার আন্তঃব্যাংক ও গ্রাহক লেনদেনের বিনিময় হার ডিলার ব্যাংকগুলো চাহিদা ও জোগানের ওপর ভিত্তি করে নির্ধারণ করে। বাজারে শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক (বিবি) ডিলার ব্যাংকের সঙ্গে প্রচলিত আন্তঃব্যাংক বিনিময় হারে মার্কিন ডলার কেনা-বেচা করে।

সরকার ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে লেনদেনে বাংলাদেশ ব্যাংক যেসব বিনিময় হার ব্যবহার করে, তা নিচে উল্লেখ করা হলো। ঢাকার আন্তঃব্যাংক বাজারে সর্বোচ্চ ও সর্বনিম্ন মার্কিন ডলার/বাংলাদেশি টাকা (ইউএসডি/বিডিটি) কেনা ও বিক্রির হার এখানে দেখানো হয়েছে। অন্য বৈদেশিক মুদ্রার সঙ্গে টাকার বিনিময় হারের হিসাব নিউইয়র্ক ও ঢাকার সমাপনী বিনিময় হারের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে।

আজ ২৭ জুলাই, রোববার দেশের বাজারে ডলার কেনার ক্ষেত্রে মূল্য ধরা হয়েছে ১২২ টাকা ৩০ পয়সা দরে এবং বিক্রির ক্ষেত্রে ডলারের মূল্য ধরা হয়েছে ১২২ টাকা ৮৩ পয়সা। ব্রিটিশ পাউন্ড স্টারলিং কেনার ক্ষেত্রে মূল্য ধরা হয়েছে ১৬৪ টাকা ৩০ পয়সা এবং বিক্রির ক্ষেত্রে ১৬৫ দশমিক ১২ টাকা।

মুদ্রা বাজারে আজ রোববার ইউরো বিক্রির ক্ষেত্রে মূল্য ধরা হয়েছে ১৪৩ টাকা ৫৮ পয়সা এবং বিক্রির ক্ষেত্রে ধরা হয়েছে ১৪৪ টাকা ২৫ পয়সা। ভারতীয় রুপি ক্রয়মূল্য ধরা হয়েছে ১ টাকা ৪১ পয়সা এবং বিক্রয়মূল্য ১ টাকা ৪২ পয়সা। অস্ট্রেলিয়ান ডলারের দুই মূল্য যথাক্রমে ৮০ দশমিক ২৯ ডলার ও ৮০ দশমিক ৬৭ ডলার।

এদিকে, আজ দেশের বাজারে চাইনিজ ইউয়ান কেনার ক্ষেত্রে মূল্য ধরা হয়েছে ১৭ দশমিক ০৬ টাকা, বিক্রির ক্ষেত্রে ধরা হয়েছে ১৭ দশমিক ১৪ টাকা। তবে, জাপানি ইয়েনের ক্ষেত্রে বিক্রির মূল্য নির্ধারণ করা হয়েছে ০ দশমিক ৮৩ টাকা এবং বিক্রির ক্ষেত্রে মূল্য নির্ধারণ করা হয়েছে একই।

পুঁজিবাজারে নথি জমা এখন এক ক্লিকে

দেশের প্রথম ‘ক্যাশলেস’ জেলা হতে যাচ্ছে কক্সবাজার

প্রগতি ইন্ডাস্ট্রিজের গ্র্যাচুইটি ফান্ড: কর্মকর্তার অবহেলায় ৬৫ লাখ টাকার ক্ষতি

বিসিআইয়ের সাধারণ সভা: ভ্যাট ও করকাঠামো যুক্তিসংগত করার দাবি

ব্যাংকিং খাতে সঞ্চিতির সংকট: সুরক্ষা ঝুঁকিতে গ্রাহকের আমানত

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

পুনরায় বিটিএমএর প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল

খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১২৬ টাকা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড উন্মোচন করল ‘অল-নিউ হোন্ডা NX 200’