হোম > অর্থনীতি

তিন কোম্পানির শেয়ার কারসাজি, সাত প্রতিষ্ঠান ও ১২ ব্যক্তিকে ১৩৪ কোটি জরিমানা

আজকের পত্রিকা ডেস্ক­

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার কারসাজির দায়ে সাত প্রতিষ্ঠান ও ১২ ব্যক্তিকে মোট ১৩৪ কোটি ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৯৩৫ তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, ২০২০ সালের ৩ আগস্ট থেকে ২০২১ সালের ২০ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের শেয়ারে কারসাজি করেছে একটি চক্র। এই চক্রে বিনিয়োগকারীর পাশাপাশি সিটি জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড অংশ নেয়। তাই এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একইভাবে ওরিয়ন ফার্মা এবং ওরিয়ন ইনফিউশন কোম্পানির শেয়ার কারসাজির দায়ে বিকন ফার্মাসিউটিক্যালস, বিকন মেডিকেয়ার, নাবিল নাবা ফুডস, নাবিল ফিড মিলস লিমিটেড এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জরিমানা করা হয়েছে।

বিএসইসির তথ্যমতে, দুই দফায় বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের শেয়ারে কারসাজি হয়। এর মধ্যে প্রথম দফায় কারসাজির দায়ে সিটি জেনারেল ইনস্যুরেন্স কোম্পানিকে ৮৫ লাখ টাকা এবং আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডকে ৭ কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ দফায় সমীর সেকান্দারকে ১০ লাখ, মেহের সেকান্দারকে ১০ লাখ, আবু সাদাত মো. সায়েমকে ৪ কোটি ৯০ লাখ ও আব্দুল মবিন মোল্লাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

দ্বিতীয় দফায় শেয়ার কারসাজির কারণে সমীর সেকান্দারকে ২৩ কোটি ২৫ লাখ, মেহের সেকান্দারকে ৪২ লাখ, আবু সাদাত মো. সায়েমকে ১৭ কোটি ও অনিকা ফারহীনকে ৭ কোটি ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

এনএসইজেডে ৮০ কোটি টাকা বিনিয়োগ করবে জ্যান্ট অ্যাকসেসরিজ

দারিদ্র্য আরও বেড়েছে উন্নয়নশীল বিশ্বের এক–চতুর্থাংশ দেশে

নতুন আইপিও রুলসে স্বচ্ছ ও ভালো প্রাইসিং নিশ্চিত হবে: বিএসইসি

ট্রাম্পের বিপুল শুল্কের পরও রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্ত চীনের

সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স আর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না, বিধিমালা জারি

এস আলম-নাভানার বিলাসবহুল বাস চুক্তি: ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি

কিশোরগঞ্জ বিসিক: প্লট বরাদ্দ হলেও শিল্পের দেখা নেই ৩৮ বছরে

ইরান সংকটে তেলের দাম বেড়েছে ১.৭%

অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি দ্বিগুণ