হোম > অর্থনীতি

দুই বছর পর রপ্তানি আয় হবে ৮ হাজার কোটি ডলার: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দুই বছর পর বাংলাদেশের রপ্তানি আয় ৮০ বিলিয়ন (৮ হাজার কোটি) মার্কিন ডলার হবে। রাজধানীতে আজ সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সোমবার রাজধানীর পুরানা পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে শহীদ শেখ কামাল মিলনায়তনে ‘স্বাধীনতার ৫০ বছরে ৫০ ধরনের সেবা অনলাইনে’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

অনুষ্ঠানে টিপু মুনশি বলেন, ‘করোনার পর আমাদের রপ্তানি আয় বেড়েই চলছে। এটা সকলের প্রচেষ্টায় সম্ভব হয়েছে। চলতি অর্থবছরে ৫১ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে প্রকৃত রপ্তানি আয় ৬০ বিলিয়ন ডলারের বেশি হবে। আর আগামী দুই বছর পর বাংলাদেশের রপ্তানি আয় হবে ৮০ বিলিয়ন ডলার।’ 

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরে ৫০ ধরনের সেবা অনলাইনে নিশ্চিত করা হয়েছে। প্রকৃতপক্ষে অনলাইনে ৫২টি সেবা দেওয়া হয়। ব্যবসায়ীরা এখন এসব সেবা ঘরে বসে অনলাইনে নিতে পারবেন। এ দপ্তরের কোনো সেবা নেওয়ার জন্য সিসিআইঅ্যান্ডই অফিসে যেতে হবে না।’ তিনি বলেন, ‘দেশের ব্যবসা-বাণিজ্য যেকোনো সময়ের চেয়ে গতিশীল হয়েছে। ব্যবসার পরিধি বেড়েছে। আমাদের কাছে ব্যবসায়ীদের প্রত্যাশা অনেক। দেশের মানুষ যেকোনো ধরনের হয়রানি ছাড়া সহজেই বাণিজ্য-সংক্রান্ত সেবা পেতে চায়। সততা ও দক্ষতা দিয়ে মানুষের সে সেবা নিশ্চিত করতে হবে।’ 

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো. মফিজুল ইসলাম ও এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রক শেখ রফিকুল ইসলাম।

জাতীয় নির্বাচনের প্রার্থীদের ই-রিটার্ন দাখিলে এনবিআরের হেল্প ডেস্ক

আকাশপথে পণ্য পরিবহনে অফডক চান ব্যবসায়ীরা

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিএসআরএম স্টিলসের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রোজার আগে কমেছে খেজুরের আমদানি শুল্ক

২০১৭ সালের পর সবচেয়ে খারাপ অবস্থানে ডলার

মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ল

রাজধানীতে শুরু হয়েছে চার দিনের আবাসন মেলা

যুব কর্মসংস্থানে ১৮৩৯ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

রমজান উপলক্ষে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক হ্রাস