হোম > অর্থনীতি

নিরবচ্ছিন্ন গ্যাস পাচ্ছে না টেক্সটাইল শিল্প, বর্ধিত বিল দিতে আপত্তি বিটিএমএর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিল্প–কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস না দিতে পারলে আগের দামে ফেরত যাওয়ার কথা বলেছে টেক্সটাইল খাত সংশ্লিষ্টদের সংগঠন বিটিএমএ। সংগঠনের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন এ মন্তব্য করেন। 

টেক্সটাইল ও পোশাক খাতের আন্তর্জাতিক প্রদর্শনী ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারি এক্সিবিশন (ডিটিজি) উপলক্ষে আজ সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিটিএমএ। 

সংবাদ সম্মেলনে বিটিএমএ সভাপতি বলেন, ‘নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ দেওয়ার কথা বলে গত বছর গ্যাসের দাম বাড়ানো হয়, কিন্তু পেট্রোবাংলা নিরবচ্ছিন্নভাবে গ্যাস দিতে পারেনি। এই পরিস্থিতিতে তারা আগের দামে ফেরত যাক। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে দাম আবার বাড়ানো হোক।’ 

মোহাম্মদ আলী বলেন, ‘মাসখানেক ধরে চট্টগ্রাম, সাভার, আশুলিয়া, গাজীপুর, আড়াইহাজার ও নারায়ণগঞ্জের টেক্সটাইল মিলগুলোর সরবরাহকৃত গ্যাসের গড় পিএসএফ শূন্য থেকে ২–এর মধ্যে। শুধু নারায়ণগঞ্জের বিসিক ও এর আশপাশের এলাকায় গত ১৫ দিন যাবৎ গ্যাস সরবরাহ বন্ধ। গ্যাস সরবরাহ না থাকায় মিলগুলোর উৎপাদন শূন্যের কোঠায়। মাঝেমধ্যে গ্যাস সরবরাহ থাকলেও চাপের ওঠানামার কারণে মিলের যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। সে জন্য রপ্তানিমুখী পোশাকশিল্পে প্রয়োজনীয় সুতা ও কাপড় সরবরাহ করা সম্ভব হচ্ছে না।’ 

গ্যাস না থাকলেও মিলগুলোকে ন্যূনতম গ্যাস বিল বাবদ বিপুল পরিমাণ অর্থ দিতে হচ্ছে। গ্যাসসংকটের কারণে বয়লার চালু করা সম্ভব হচ্ছে না, বন্ধ আছে ফেব্রিক প্রসেসিং। উৎপাদন না হওয়ায় সময়মতো শ্রমিক–কর্মচারীদের বেতন–ভাতা দেওয়া নিয়েও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কার কথা জানান মোহাম্মদ আলী। 

মোহাম্মদ আলী বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানির নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন সরবরাহ নিশ্চিত না হলে বস্ত্র খাতে নতুন বিনিয়োগ হবে কি না, তা নিয়ে সংশয় থেকে যায়।’ 

সংবাদ সম্মেলনে জানানো হয়, বসুন্ধরায় আইসিবি সম্মেলন কেন্দ্রে আগামী ১ ফেব্রুয়ারি থেকে প্রদর্শনী শুরু হবে, চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের এ প্রদর্শনীর উদ্বোধন করার কথা রয়েছে।

প্রক্রিয়াজাত-রপ্তানিতে কাঠামোগত সংকট: কৃষি-শিল্প সংযোগে বড় ঘাটতি

বাজারে নৈরাজ্য: এলপিজির সংকট নিরসনে সরকারের পাঁচ পদক্ষেপ

সোনার দাম ভরিতে কমল ১ হাজার ৪৯ টাকা

মানি লন্ডারিং প্রতিরোধে জনতা ব্যাংক ও বিএফআইইউর সভা

তারেক রহমানের সঙ্গে যমুনা গ্রুপের চেয়ারম্যানসহ গ্রুপ পরিচালকদের সাক্ষাৎ

আইডিএলসি ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

বসুন্ধরায় নারী উদ্যোক্তাদের মেলা শুরু

বাংলাদেশকে ২ কোটি ১৮ লাখ ইউরো অনুদান দেবে জার্মানি

রেমিট্যান্সের অর্থ পেতে সর্বোচ্চ ২ কর্মদিবস লাগবে