হোম > অর্থনীতি

রিহ্যাব ফেয়ার: ক্রেতাদের আগ্রহ বেশি ছোট-মাঝারি ফ্ল্যাটে

আজকের পত্রিকা ডেস্ক­

ঢাকার আবাসন বাজারে মিরপুর, মোহাম্মদপুর ও আফতাবনগর এলাকার ফ্ল্যাটের প্রতি ক্রেতাদের সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে। যোগাযোগব্যবস্থার উন্নতি এবং জীবনযাপনের সুযোগ-সুবিধার কারণে এই এলাকাগুলো ক্রমাগত জনপ্রিয় হয়ে উঠেছে। তবে ছোট থেকে মাঝারি আকারের ফ্ল্যাট, বিশেষত ১ হাজার ১০০ থেকে ১ হাজার ৫০০ বর্গফুটের ফ্ল্যাটের চাহিদা তুলনামূলক বেশি। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) চলমান রিহ্যাব ফেয়ার ২০২৪ ঘুরে এ তথ্য জানা গেছে।

রকিবুল নামের উত্তরার এক ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, তিনি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ বর্গফুটের ফ্ল্যাট কিনতে আগ্রহী। মেট্রোরেলের কারণে যাতায়াত তুলনামূলক সহজ হওয়ায় মিরপুর বা আশপাশের এলাকা তাঁর পছন্দ।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক দর্শনার্থী জানান, এলিফ্যান্ট রোড থেকে মেলায় এসেছেন তিনি। তিনি একজন ব্যাংক কর্মকর্তা। তিনি জানান, মোহাম্মদপুর এলাকায় ছোট আকারের ফ্ল্যাট কিনতে চান। ব্যাংক থেকে বিশেষ ঋণের সুবিধা নিয়ে তিনি এটি কিনবেন।

আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, এবারের মেলায় অংশ নিয়েছে ২২০টি স্টল, যার মধ্যে রয়েছে দেশের শীর্ষস্থানীয় আবাসন কোম্পানি, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, নির্মাণসামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান। মেলা উপলক্ষে বিভিন্ন আবাসন কোম্পানি ফ্ল্যাট বুকিংয়ে দিচ্ছে বিশেষ ছাড়। একই সঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো দিচ্ছে বিশেষ গৃহঋণের সুবিধা। গতকাল পর্যন্ত ক্রেতাদের তেমন সাড়া মেলেনি। আগামীতে ক্রেতার সমাগম বাড়বে বলে আশাবাদী তাঁরা।

এর আগে, গত সোমবার শুরু হয় আবাসন খাতের সবচেয়ে বড় মেলা রিহ্যাব ফেয়ার ২০২৪। এটি রিহ্যাবের ২৬তম আয়োজন। আগামী শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশে দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য রাখা হয়েছে ৫০ টাকা।

বন্ধ সব পোশাক কারখানা, ব্যবসায়ী সংগঠনগুলোর শোক

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস